জানুয়ারি ১৪, ২০১৮ ১৯:৩১ Asia/Dhaka
  • বেহরুজ কামালভান্দি
    বেহরুজ কামালভান্দি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি আজ (রোববার) বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ-কে কখনোই সামরিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়া হবে না। আইআরআইবি বার্তাসংস্থাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, পরমাণু বিষয়ক সম্পূরক প্রটোকল ও পরমাণু সমঝোতার কোথাও সামরিক স্থাপনা পরিদর্শনের কথা বলা হয় নি। কামালভান্দি বলেন, ইরানের পারচিনের মতো সামরিক স্থাপনাগুলো পরিদর্শনের মধ্যদিয়ে অতীতেই এ সংক্রান্ত বিষয়ের সমাপ্তি ঘটেছে। বর্তমানে আইএইএ'র কাছ থেকে এমন কোনো বিষয় উত্থাপন করা হয় নি যা সামরিক স্থাপনা পরিদর্শনের প্রয়োজনীয়তা তুলে ধরে। 

গত ১২ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা বহাল রাখার সিদ্ধান্ত নিলেও কঠিন হুমকি দেন। তিনি বলেন, চারটি শর্ত না মানলে এ সমঝোতা আর বহাল রাখা হবে না। তিনি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানে সই হওয়া পরমাণু সমঝোতার কয়েকটি ধারায় পরিবর্তন আনতে হবে, ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শনের সুযোগ দিতে হবে এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে। কিন্তু ইরান এসব শর্তকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে মনে করে। 

ইরান বলেছে, তারা প্রতিশ্রুতির বাইরে কোনো শর্ত মেনে নেবে না, তবে অতীতের চুক্তি ও সমঝোতা অনুযায়ী আইএইএ'র সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪       

ট্যাগ