সেপ্টেম্বর ০২, ২০২৩ ১৯:১৫ Asia/Dhaka
  • বেহরুজ কামালভান্দি
    বেহরুজ কামালভান্দি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, গুণগত মানের দিক থেকে তার দেশের হেভি ওয়াটার বিশ্বে সবচেয়ে উন্নত।

এজন্য ইউরোপের দেশগুলো ইরানের কাছ থেকে এই হেভি ওয়াটার কিনতে চায়। ইরানের বিচার বিভাগের সাথে সম্পর্কযুক্ত মিজান নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এ সময় কামালভান্দি জোর দিয়ে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

তিনি জানান, ইরানের এক লিটার হেভি ওয়াটার ১০০০ ডলারে বিক্রি হচ্ছে। নানা উত্থান পতন সত্ত্বেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সঙ্গেও ইরান ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলেছে বলে উল্লেখ করেন ইরানের এ মুখপাত্র।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ