ক্ষেপণাস্ত্র উন্নয়ন তো অন্য কারো বিষয় নয়: ইরান
(last modified Wed, 14 Feb 2018 21:09:52 GMT )
ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ০৩:০৯ Asia/Dhaka
  • ড. আলী আকবর বেলায়েতি
    ড. আলী আকবর বেলায়েতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র উন্নয়নের কারণে অন্য কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই; এটা সম্পূর্ণ ইরানের অভ্যন্তরীণ নীতির বিষয়।

তিনি বলেন, অন্য দেশগুলোর মতো ইরানও তার নিজের প্রয়োজনে এবং ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়ে বিদেশীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।রাজধানী তেহরানে বুধবার ইউরোপীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ডেভিড ম্যাকঅ্যালিস্টিারের সঙ্গে বৈঠকের পর ড. বেলায়েতি সাংবাদিকদের এসব কথা বলেন।

ইরানের ক্ষেপণাস্ত্র

তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি দেশ তার নিজের নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় উপায় অবলম্বন করে এবং ইরান তার জাতীয় স্বার্থ ও প্রতিরক্ষা নীতির আলোকেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে। আলী আকবর বেলায়েতি আরো বলেন, “আমাদের দেশ রক্ষার জন্য আমরা ক্ষেপণাস্ত্র তৈরি করছি এবং এ ইস্যুতে অন্য কাউকে হস্তক্ষেপ করতে দেব না।” বৈঠকে সর্বোচ্চ নেতার উপদেষ্টা ইউরোপীয় দেশগুলোর প্রতি স্বাধীন নীতি অনুসরণের আহ্বান জানান।

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইরানের সক্রিয় ও সহযোগিতামূলক ভুমিকার কারণে ম্যাকঅ্যালিস্টার তেহরানের প্রশংসা করেন। তিনি ইরান ও ইউরোপীয় ইউনিয়নের সংসদের মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর আহ্বান জানান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫

 

ট্যাগ