ইউরোপকে এখন প্রতিশ্রুতি রক্ষা করতে হবে: বেলায়েতি
(last modified Wed, 20 Jun 2018 14:46:54 GMT )
জুন ২০, ২০১৮ ২০:৪৬ Asia/Dhaka
  • ড. আলী আকবর বেলায়েতি (ফাইল ফটো)
    ড. আলী আকবর বেলায়েতি (ফাইল ফটো)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য এবং সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কিত প্রতিশ্রুতি ইউরোপীয় দেশগুলোকে রক্ষা করতে হবে। পাশাপাশি ইরানের জন্য বাধাসৃষ্টি করা থেকে আমেরিকাকে বিরত রাখতে ইউরোপকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি আজ (বুধবার) আরো বলেন, ইরানের জনগণ এ সমঝোতায় থাকার জন্য তাদের শর্ত ঘোষণা করেছে এবং কোনো পরিস্থিতিতেই সে অবস্থান থেকে সরে যাবে না।

ইরাক প্রসঙ্গে ইরানের এ শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, দেশটিতে সম্প্রতি কোনো সমস্যা ছাড়াই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তেহরান খুবই খুশি। এর মাধ্যমে দেশটিতে স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

আলী আকবর বেলায়েতি আশা করেন, ইরাকের বিশেষজ্ঞরা সঠিকভাবে নতুন সরকার ও জাতীয় সংসদ গঠন করবেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০

 

ট্যাগ