আসিয়ান'র সঙ্গে ইরানের মৈত্রী চুক্তি সই: বাড়বে অর্থনৈতিক সহযোগিতা
(last modified Thu, 02 Aug 2018 12:14:22 GMT )
আগস্ট ০২, ২০১৮ ১৮:১৪ Asia/Dhaka
  • আসিয়ান সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
    আসিয়ান সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি রাষ্ট্র নিয়ে গঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আসিয়ান'র সঙ্গে একটি মৈত্রী চুক্তিতে সই করেছে ইরান। এর ফলে ইরান এবং এ সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়বে বলে মনে করা হচ্ছে।

আজ (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সিঙ্গাপুরে আসিয়ান'র পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে ইরান ও  দক্ষিণ এশিয়ার মধ্যে মৈত্রি সম্পর্ক স্থাপন বিষয়ক  একটি চুক্তিতে সই করেন।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত আন্তর্জাতিক পরমাণু সমঝোতা  থেকে তার দেশকে বের করে নেয়ার দুই মাস পর এ  চুক্তি সইয়ের খবর এলো।  ট্রাম্প সে সময় ইরানের ওপর অর্থনৈতিক  নিষেধাজ্ঞা পুনর্বহালেরও ঘোষণা দেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন ওয়াশিংটনের হুমকি সত্ত্বেও এশিয়ার দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে ব্যবসা করতে চাইছে।

আজকে বৈঠকে আসিয়ানের সদস্যভুক্ত দেশগুলোর পাশাপাশি ইরান, রাশিয়া, চীন এবং ভারতসহ এ সংস্থার পর্যবেক্ষণকারী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ৫১তম অধিবেশনে বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এদিকে, চলমান বৈঠকের অবকাশে পররাষ্ট্রমন্ত্রী জারিফ আলাদাভাবে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেইসেন লুং সহ ফিলিপাইন, জাপান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। এসব বৈঠকে ইরানের পরমাণু সমঝোতার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। এছাড়া, আজ আরো পরে জারিফ রাশিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বলে কথা রয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২ 

 

ট্যাগ