এপ্রিল ০৭, ২০১৬ ০৭:৩৮ Asia/Dhaka
  • হজ নিয়ে আলোচনার জন্য ইরানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাল সৌদি আরব

সৌদি আরব চলতি বছরে হজের নতুন নিয়ম-কানুন নিয়ে আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে ইরানি প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে। এ কথা জানিয়েছেন ইরানের হজ সংস্থার প্রধান সাঈদ ওহাদি।

তিনি বলেন, ভিসা দেয়া হলে ইরানি প্রতিনিধি দল চলতি মাসের ১৪ তারিখে রিয়াদ সফরে যাবে। উভয় পক্ষ সম্মত হলে ইরানি হজযাত্রীদের পবিত্র মক্কায় পাঠানোর বিষয়ে আগের মতই একটি চুক্তি হবে। অবশ্য তিনি আরো বলেন, আগের বছর মধ্য জানুয়ারিতে সৌদি হজমন্ত্রীর সঙ্গে ইরান বৈঠক করেছিল। কিন্তু চলতি বছরে এরই মধ্যে এ বৈঠক করতে তিন মাস দেরি হয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইরানি হজযাত্রীদের সময়মত গ্রহণ করার বিষয়ে সৌদি আরব বৈসাদৃশ্যমূলক আচরণের ইতি ঘটাবে।

চলতি বছর হজযাত্রীদের নিরাপত্তা এবং গত বছর হজের সময়ে মিনায় নিহত হাজিদের পরিবারদেরকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়টি আলোচ্যসূচিতে অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি।

গত বছর ২৪ সেপ্টেম্বর পবিত্র কুরবানির ঈদের দিন মিনা বিপর্যয়ে সারাবিশ্বের অন্তত ৪,০০০ হাজি নিহত হন। এদের মধ্যে ইরানি হাজি ছিলেন ৪৬৪ জন। সৌদি পুলিশের অযোগ্যতা, প্রচণ্ড গরম ও ভিড়ের চাপে হাজিদের মৃত্যু হয়েছে । সৌদি নিরাপত্তা বাহিনী পূর্ব ঘোষণা ছাড়াই একটি প্রধান সড়ক বন্ধ করে দেয়ার কারণে এ বিপর্যয় ঘটেছে।#

মূসা রেজা/৭

ট্যাগ