‘আমেরিকাকে ইরানের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে’
https://parstoday.ir/bn/news/iran-i63408-আমেরিকাকে_ইরানের_জনগণের_কাছে_ক্ষমা_চাইতে_হবে’
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুররেজা রাহমানি ফাজলি বলেছেন, আন্তর্জাতিক সমাজের সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার জন্য আমেরিকাকে ইরানের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১০, ২০১৮ ০৬:৫২ Asia/Dhaka
  • ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী রাহমানি ফাজলি
    ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী রাহমানি ফাজলি

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুররেজা রাহমানি ফাজলি বলেছেন, আন্তর্জাতিক সমাজের সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার জন্য আমেরিকাকে ইরানের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।

তিনি বৃহস্পতিবার ইরানের মধ্যাঞ্চলীয় ‘ইয়ায্‌দ’ প্রদেশ সফরে গিয়ে এ আহ্বান জানান। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্যও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরানি জনগণের সঙ্গে আমেরিকার প্রকাশ্য শত্রুতার কথা উল্লেখ করে রাহমানি ফাজলি বলেন, তার দেশের জনগণ মার্কিন শাসকগোষ্ঠীকে বিশ্বাস করে না এবং তারা ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনা মেনে নেবে না।

একটি তেলবাহী ট্যাংকার (ফাইল ছবি); ইরানের তেল বিক্রি বন্ধ করা যাবে না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী একইসঙ্গে বলেন, বিশ্বের বেশিরভাগ দেশ আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা মেনে না নেয়ায় এসব দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো স্বচ্ছ হওয়ার পরিবেশ তৈরি হয়েছে।

মার্কিন সরকার সব সময় ইরানকে দুর্বল করে রাখার চেষ্টা করেছে বলে উল্লেখ করেন রাহমানি ফাজলি। তিনি বলেন, ইসলামি বিপ্লবের ৪০ বছর পর এখন আর ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেয়া সম্ভব নয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০