‘ইরানকে চেপে ধরতে গিয়ে নিজেই একঘরে হয়ে পড়েছে আমেরিকা’
(last modified Thu, 16 Aug 2018 01:20:36 GMT )
আগস্ট ১৬, ২০১৮ ০৭:২০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার মোকাবিলায় তার দেশ বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তেহরানের ওপর চাপপ্রয়োগ করতে গিয়ে আমেরিকাই একঘরে হয়ে পড়েছে। তিনি আরো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বিরোধী নিষেধাজ্ঞা আরোপ করতে গিয়ে কাউকে পাশে পাননি এমনকি ইউরোপও এক্ষেত্রে ওয়াশিংটনকে সহযোগিতা করতে রাজি হয়নি।

জারিফ বুধবার রাতে ইরানের দুই নম্বর টিভি চ্যানেলের সাক্ষাৎকারভিত্তিক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানান। তিনি অবশ্য পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে ইউরোপীয় দেশগুলোকে আরো বেশি বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপ এ পর্যন্ত পরমাণু সমঝোতা রক্ষার লক্ষ্যে যেসব পদক্ষেপ নিয়েছে তা ইতিবাচক হলেও যথেষ্ট নয়।

আমেরিকার আলোচনার প্রস্তাবকে মনস্তাত্ত্বিক যুদ্ধ আখ্যায়িত করে জারিফ বলেন, পরমাণু সমঝোতা সই হওয়ার আগে দুই বছর ধরে আমেরিকার সঙ্গে যে আলোচনা হয়েছে তা ইরানের জন্য যথেষ্ট। তিনি তেহরানের ওপর আমেরিকার অর্থনৈতিক চাপকে ‘ক্ষণস্থায়ী’ আখ্যায়িত করে বলেন, ইরানি জনগণ ঐক্য ও সংহতি বজায় রাখলে অচিরেই এ সংকট কেটে যাবে।

বুধবার রাতে দুই নম্বর টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন জারিফ

সাক্ষাৎকারে কাস্পিয়ান সাগরের সম্পদ বন্টনের ব্যাপারে সম্প্রতি এর উপকূলবর্তী দেশগুলোর মধ্যে যে কনভেনশন সই হয়েছে সে সম্পর্কেও কথা বলেন জারিফ।  তিনি বলেন, এই কনভেনশনে ইরানের সার্বভৌমত্ব পুরোপুরি রক্ষিত হয়েছে। সেইসঙ্গে এর মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বেশি শক্তিশালী হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

জারিফ বলেন, কোনো কোনো মহলের অপপ্রচারের বিপরীতে এই কনভেনশনে ইরানের জাতীয় স্বার্থ ও সুবিধা সর্বোচ্চ মাত্রায় সংরক্ষিত হয়েছে।  ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের পররাষ্ট্রনীতির যদি একটিমাত্র লক্ষ্য থাকে তবে সে লক্ষ্যটি হচ্ছে সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্বাধীনতা রক্ষা করা এবং জনগণের জীবনমানের উন্নয়ন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬

ট্যাগ