শত্রুর মিডিয়া যুদ্ধ মোকাবিলা করছে ইরান: আইআরআইবি প্রধান
(last modified Tue, 28 Aug 2018 01:48:55 GMT )
আগস্ট ২৮, ২০১৮ ০৭:৪৮ Asia/Dhaka
  • আলী আসগারি
    আলী আসগারি

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা- আইআরআইবি’র প্রধান আলী আসগারি বলেছেন, ইরান বর্তমান শত্রুর মনস্তাত্ত্বিক ও মিডিয়া যুদ্ধের মোকাবিলা করছে। এ যুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

আলী আসগারি গতরাতে (সোমবার রাতে) ইরানের ‘চাহারমাহাল ও বাখতিয়ারি’ প্রদেশে দেয়া এক বক্তৃতায় বলেন, শত্রু  ‘সশস্ত্র শান্তি’ চাপিয়ে দিতে চায় এবং তাদের লক্ষ্য ইরানি জনগণের ঐক্য নস্যাত করা।

আইআরআইবি প্রধান বলেন, বর্তমান যুগ যোগাযোগের যুগ হলেও গণমাধ্যমকে তিনটি ভাগে বিভক্ত করে ফেলা হয়েছে। এই তিন ধরনের মিডিয়াকে তিনি সাম্রাজ্যবাদী গণমাধ্যম, প্রতিরোধকামী গণমাধ্যম ও মধ্যপন্থি গণমাধ্যম হিসেবে অভিহিত করেন।

আলী আসকারি বলেন, সাম্রাজ্যবাদী গণমাধ্যম কিছু পশ্চিমা দেশকে ‘বিশাল শক্তি’ হিসেবে তুলে ধরার অপপ্রয়াস চালাচ্ছে। এসব গণমাধ্যম তাদের প্রতিদ্বন্দ্বীদের ধ্বংস করে ফেলার লক্ষ্যে সার্বক্ষণিক প্রয়াস চালাচ্ছে।

তিনি বলেন, শত্রুরা আইআরআইবি’কে পরাভূত করার লক্ষ্যে গত কয়েক বছরে তাদের সর্বশক্তি নিয়োগ করেছে।  এ ছাড়া, ইরানের ইসলামি সরকার বিরোধী ২৯০ টি স্যাটেলাইট চ্যানেল সৃষ্টি করে ইরানি জনগণকে হতাশ করে দেয়ার জন্য অনবরত তেহরান বিরোধী অপপ্রচার চালাচ্ছে।

এ অবস্থায় সাম্রাজ্যবাদী গণমাধ্যমের এই ধ্বংসাত্মক চরিত্র উন্মোচন করে দেয়ার জন্য তিনি প্রতিরোধকামী গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষ হতাশ হয়ে গেলে তারা তাদের সক্ষমতাকে কাজে লাগাতে পারবে না। কাজেই যুদ্ধের ময়দানে নামার আগেই যাতে পরাজিত হতে না হয় সেজন্য তিনি প্রতিরোধকামী গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮

ট্যাগ