প্রতিশ্রুতি ভঙ্গকারীর সঙ্গে আলোচনায় বসা বৃথা: আয়াতুল্লাহ জান্নাতি
(last modified Tue, 04 Sep 2018 11:52:56 GMT )
সেপ্টেম্বর ০৪, ২০১৮ ১৭:৫২ Asia/Dhaka
  • বিশেষজ্ঞ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করছেন আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি
    বিশেষজ্ঞ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করছেন আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি

ইরানের সাংবিধানিক বিশেষজ্ঞ পরিষদের প্রধান আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি বলেছেন, আমেরিকার পক্ষ থেকে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার ঘটনা থেকে ইরানকে শিক্ষা নিতে হবে।

আজ (মঙ্গলবার) তেহরানে ইরানের সাংবিধানিক বিশেষজ্ঞ পরিষদের পঞ্চম অধিবেশনের উদ্বোধনি অনুষ্ঠানে তিনি একথা বলেন। আয়াতুল্লাহ জান্নাতি বলেন, যে দেশ নিজের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে তার সঙ্গে আলোচনায় বসা বৃথা। ইউরোপীয়রাও এখন পর্যন্ত আমেরিকাকে ছাড়াই পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার লক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইরানের বিশেষজ্ঞ পরিষদের প্রধান বলেন, প্রতিশ্রুতিবদ্ধ ও বিপ্লবী তরুণ সমাজের হাতেই দেশের চলমান সংকট সমাধানের চাবিকাঠি রয়েছে।

সাংবিধানিক বিশেষজ্ঞ পরিষদের অধিবেশন

তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে বলেন, বড় আকারের দুর্নীতিবাজদের শাস্তি দিলে তা সমাজের সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এজন্য তিনি বিচার বিভাগকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

আয়াতুল্লাহ জান্নাতি বলেন, সৌদি আরব, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল মিলে ইরানকে কোণঠাসা করার জন্য উঠেপড়ে লেগেছে। তাদের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য দেশের অভ্যন্তরীণ সব সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাতে হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪

ট্যাগ