আমেরিকার ত্রুটিপূর্ণ নীতির কারণে ইরাকে গোলযোগ চলছে: ইরান
(last modified Thu, 13 Sep 2018 00:42:59 GMT )
সেপ্টেম্বর ১৩, ২০১৮ ০৬:৪২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইরাকের বসরা নগরীতে গত কয়েকদিনের বিশৃঙ্খলা সম্পর্কে মার্কিন সরকারের বিবৃতিকে সত্যের অপলাপ, বিস্ময়কর, উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি হোয়াইট হাউজের ওই বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছেন।

হোয়াইট হাউজ বুধবার সকাল এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে বলেছে, ইরাকে মার্কিন স্থাপনায় কোনো হামলা হলে তার দায় ইরানকে নিতে হবে।

বাহরাম কাসেমি এ সম্পর্কে বলেন, ইরাকসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলমান সহিংসতা, গোলযোগ, অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার জন্য মূলত এসব দেশে আমেরিকার অযাচিত হস্তক্ষেপ দায়ী।

গত শুক্রবার রাতে বসরায় ইরানি কনস্যুলেটে দুর্বৃত্তরা হামলা চালায়

তিনি বসরায় ইরানের কনস্যুলেটে সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ইরাকের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি আমেরিকার নির্লজ্জ সমর্থনের কারণে কূটনৈতিক মিশনে এ ধরনো হামলা সংঘটিত হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অস্থিতিশীলতা ও  নিরাপত্তাহীনতা সৃষ্টিতে আমেরিকার জুড়ি নেই এবং একথা বিশ্বের প্রতিটি দেশ ও জাতির জানা আছে। কাজেই ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযাগ তুলে আমেরিকা নিজের কুৎসিত চেহারাকে পবিত্র করতে পারবে না।

বাহরাম কাসেমি বলেন, ইরাকে নিরাপত্তা প্রতিষ্ঠিত হলে তাতে সবচেয়ে বেশি লাভবান হবে ইরান। কাজেই ইরান ইরাকে শুরু থেকেই গঠনমূলক ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩

ট্যাগ