নেতানিয়াহুর ইরান বিষয়ক দাবি প্রত্যাখ্যান করল আইএইএ
(last modified Wed, 03 Oct 2018 00:28:33 GMT )
অক্টোবর ০৩, ২০১৮ ০৬:২৮ Asia/Dhaka
  • ইউকিয়া আমানো
    ইউকিয়া আমানো

ইরানে একটি গোপন পারমাণবিক গুদামঘর আছে বলে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে দাবি করেছেন তা আমলে নিতে অস্বীকার করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ।

জাতিসংঘের পরমাণু বিষয়ক এই তদারকি সংস্থার মহাপরিচালক ইউকিয়া আমানো এক বিবৃতিতে বলেছেন, ইরানের কথিত গোপন পরমাণু স্থাপনা সম্পর্কিত তথ্য তার সংস্থাকে দেয়া হয়েছে কিন্তু এসব তথ্যকে আমলে নেয়া হয়নি।

আমানো বলেন, আইএইএ বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে গভীরভাবে নজরদারি করেছে। কাজেই সবকিছুর আগে এই সংস্থার স্বাধীনতা ও গ্রহণযোগ্যতা রক্ষা করতে হবে।

ইউকিয়া আমানো তার বিবৃতিতে সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে কথা না বললেও নেতানিয়াহুর ইরান সংক্রান্ত দাবির পর এই প্রথম আইএইএ’র পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হলো।

জাতিসংঘে দেয়া বক্তব্যে ইরানের কথিত গোপন পরমাণু স্থাপনার ম্যাপ দেখাচ্ছেন নেতানিয়াহু

ইউকিয়া আমানোর বিবৃতিতে আরো বলা হয়েছে, এটা মনে রাখতে হবে বর্তমান তদারকি ব্যবস্থার আওতায় আইএইএ যখন প্রয়োজন মনে করবে তখন ইরানের পর্যবেক্ষক পাঠাবে।

আরো পড়ুন: ‘নতুন নাটক নিয়ে জাতিসংঘে নেতানিয়াহু’

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অভিযোগ করেছেন, ইরান ‘গোপন স্থাপনায়’ পরমাণু অস্ত্র তৈরির কাজ করছে।  তিনি ওই মিথ্যা দাবি প্রতিষ্ঠা করার জন্য একটি মানচিত্র ও ভবনের ছবি ব্যবহার করে দাবি করেছেন, ওই ভবন হচ্ছে রাজধানী তেহরানে ‘পরমাণু অস্ত্র তৈরির একটি কারখানা’।

কিন্তু তার এ দাবি যাচাই করার দায়িত্বে নিয়োজিত আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে কার্যত প্রত্যাখ্যান করা হলো। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩

ট্যাগ