‘বিশ্বে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার মূলে রয়েছে আমেরিকার আধিপত্যকামী নীতি’
(last modified Wed, 10 Oct 2018 00:40:54 GMT )
অক্টোবর ১০, ২০১৮ ০৬:৪০ Asia/Dhaka
  • আঙ্কারায় ইউরেশিয়া অঞ্চলের দেশগুলোর পার্লামেন্ট স্পিকারদের বৈঠকে বক্তব্য রাখছেন লারিজানি
    আঙ্কারায় ইউরেশিয়া অঞ্চলের দেশগুলোর পার্লামেন্ট স্পিকারদের বৈঠকে বক্তব্য রাখছেন লারিজানি

ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি বলেছেন, বিশ্বে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার মূলে রয়েছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল। তুরস্কের আঙ্কারায় মঙ্গলবার ইউরেশিয়া অঞ্চলের দেশগুলোর পার্লামেন্ট স্পিকারদের তৃতীয় বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন লারিজানি।

তিনি বলেন, আমেরিকার একক আধিপত্যকামী নীতির কারণে বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। মার্কিন সরকারের এই অন্যায় আধিপত্য মোকাবিলা করার জন্য নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে তিনি বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান।

ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা তেহরানের ওপর যে পাশবিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে তা সংলাপের মাধ্যমে সংকট সমাধানের শান্তিপূর্ণ প্রক্রিয়াকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।

তিনি এক মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ইউরেশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান। লারিজানি এসব দেশের মধ্যে শুল্কমুক্ত সুবিধায় বাণিজ্যিক লেনদেন করার লক্ষ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, আমেরিকা বিশ্ব বাণিজ্যকে এককভাবে নিজের নিয়ন্ত্রণে নেয়ার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে রুখের দাঁড়ানোর প্রতিটি সুযোগ কাজে লাগানো উচিত।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০

ট্যাগ