৪০ বছরের বিদ্বেষ থেকেই নতুন নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা: ইরান
(last modified Thu, 29 Nov 2018 12:54:56 GMT )
নভেম্বর ২৯, ২০১৮ ১৮:৫৪ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারি হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানের সঙ্গে বিদ্বেষী আচরণ করে আসছে আমেরিকা। তারই ধারাবাহিকতায় তারা নতুনকরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজ (বৃহস্পতিবার) তেহরানে ভারতের একদল সাংবাদিকের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

আমির আব্দুল্লাহিয়ান আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার পদক্ষেপগুলো অন্যায্য। অবশ্য মার্কিন নিষেধাজ্ঞার একটি বড় অংশই হচ্ছে তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধ। 

ভারতীয় সাংবাদিকদের তিনি বলেন, ইরানের পররাষ্ট্র নীতিতে ভারত বিশেষ অবস্থানের অধিকারী। আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভারত ও ইরানের মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

ভারতীয় সাংবাদিক দল এ সময় বিভিন্ন ক্ষেত্রে ইরানের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। 

গত ৮ মে মার্কিন সরকার আন্তর্জাতিক রীতি-নীতি লঙ্ঘন করে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। আগামী ৪ নভেম্বর থেকে ইরানের ওপর দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে ইরানের তেল বিক্রি শূন্যে নেমে আসবে বলে আমেরিকা হুমকি দিলেও তাতে সফল হতে পারে নি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪

ট্যাগ