ইরানে ৬ নতুন ওষুধ উদ্বোধন; শিগগিরই আরও আসছে
(last modified Tue, 04 Dec 2018 06:02:59 GMT )
ডিসেম্বর ০৪, ২০১৮ ১২:০২ Asia/Dhaka
  • স্বাস্থ্যমন্ত্রী ডা. কাজিযাদেহ হাশেমি
    স্বাস্থ্যমন্ত্রী ডা. কাজিযাদেহ হাশেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী ডা. কাজিযাদেহ হাশেমি দেশে তৈরি ছয়টি নতুন ওষুধ উদ্বোধন করেছেন। গতকাল (সোমবার) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, গবেষণামূলক সব ধাপ সম্পন্ন করার পর এসব ওষুধ বাজারে দেওয়া হয়েছে। অদূর ভবিষ্যতেই ইরানে তৈরি আরও ৪০টি নতুন ওষুধ বাজারে আসবে বলে তিনি জানান।

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে ইরান দেশে ওষুধ উৎপাদনের তৎপরতা বাড়িয়েছে। কয়েক দিন আগেও ইরান ক্যান্সারের ওষুধ তৈরির একটি কারখানা চালু করেছে। এটি মধ্যপ্রাচ্যে ক্যান্সারের ওষুধের সর্ববৃহৎ কারখানা।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমেরিকা প্রচার করছে ইরানে ওষুধের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় নি। কিন্তু তাদের এই দাবি অসত্য। তারা ইরানের ওষুধ ও চিকিৎসা ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিষেধাজ্ঞার কারণে গতমাসেও আমরা বিদেশি কোম্পানি থেকে কেনা ওষুধের টাকা পরিশোধ করতে পারি নি।

ইরান অতীতেও নিষেধাজ্ঞাকে এক ধরণের সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

ট্যাগ