ডিসেম্বর ২৪, ২০১৮ ০৭:২৩ Asia/Dhaka
  • রোববার তেহরানে জারিফের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন জাহার (বামে)
    রোববার তেহরানে জারিফের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন জাহার (বামে)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আবারো ফিলিস্তিনের প্রতি তার দেশের অকুণ্ঠ সমর্থনের কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ইহুদিবাদীদের কবল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার সংগ্রামের প্রতি বিশ্বের প্রতিটি মুসলিম দেশের সমর্থন জানানো উচিত।

ইরান সফররত ফিলিস্তিনি পার্লামেন্টারি প্রতিনিধিদলের প্রধান ও হামাস নেতা মাহমুদ আজ-জাহার তেহরানে পররাষ্ট্রমন্ত্রী জারিফের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

জারিফ আশা প্রকাশ করে বলেন, “যেসব মুসলিম দেশ আমেরিকার আহ্বানে সাড়া দিয়ে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন বা এই অবৈধ সরকারকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করেছে তাদের এই শুভবুদ্ধির উদয় হবে যে, ইহুদিবাদীরা কখনো মুসলমানদের বিশ্বস্ত বন্ধু বা সহযোগী হতে পারে না।”

মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা যে প্রতিরোধ সংগ্রাম চালাচ্ছে দুঃখজনকভাবে মুসলিম বিশ্বের ভেতর থেকে তা নস্যাত করে দেয়ার চক্রান্ত হচ্ছে। একইসঙ্গে আরো অনেক মুসলিম দেশের প্রতিরোধ সংগ্রামও একই ধরনের ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতার শিকার বলে মন্তব্য করেন জারিফ।

সাক্ষাতে হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা জাহার ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন জানানোর জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান। ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ এবং তাদের প্রতি মুসলিম বিশ্বের সমর্থনের ফলে একদিন মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদীদের নির্মূল করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪

ট্যাগ