নভেম্বর ১১, ২০২১ ১৮:০০ Asia/Dhaka
  • ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কারার ড্রোন
    ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কারার ড্রোন

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ভালো করেই জানে- ইরানের সঙ্গে যুদ্ধ হলে সে তার নিজের অস্তিত্ব হারাবে।

ইরানের সামরিক শক্তি বৃদ্ধির প্রশংসা করে আইআরজিসি'র এ কমান্ডার বলেন, ইরানের সামরিক সক্ষমতা সীমাবদ্ধ করার জন্য শত্রুরা চেষ্টা-প্রচেষ্টা চালাচ্ছে।

জেনারেল হাজিজাদে বলেন, ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করেই শত্রুরা তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিকে বানচাল করার ষড়যন্ত্র করছে। তাদের এই প্রচেষ্টা ইরানের সামরিক সক্ষমতার ইঙ্গিত বহন করে।

ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে

তিনি বলেন, আজকে দেশের নিরাপত্তা নজির সৃষ্টিকারী অবস্থায় পৌঁছেছে এবং ইরানের সামরিক শক্তি নিয়ে কারো সঙ্গে আলোচনা করার কোন প্রয়োজন নেই। শত্রুরা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি নিয়ে আলোচনার যে কথা বলছে সে ব্যাপারে জেনারেল হাজিজাদেহ বলেন, এটি আলোচনার যোগ্য নয়। এ নিয়ে যথেষ্ট কথা হয়েছে, আর কোন কিছু বলার নেই।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ