আমানোর সঙ্গে আরাকচির বৈঠক: পরমাণু সমঝোতা নিয়ে শর্ত জানাল ইরান
(last modified Tue, 29 Jan 2019 01:00:12 GMT )
জানুয়ারি ২৯, ২০১৯ ০৭:০০ Asia/Dhaka
  • নিজ নিজ প্রতিনিধিদল নিয়ে বৈঠক করছেন আরাকচি (বাম থেকে তৃতীয়) এবং আমানো (ডান থেকে তৃতীয়)
    নিজ নিজ প্রতিনিধিদল নিয়ে বৈঠক করছেন আরাকচি (বাম থেকে তৃতীয়) এবং আমানো (ডান থেকে তৃতীয়)

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরানের স্বার্থ রক্ষিত হলেই কেবল এ সমঝোতা মেনে চলবে তার দেশ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইএইএ’র সদরদপ্তরে এই সংস্থার প্রধান ইউকিয়া আমানোর সঙ্গে এক বৈঠকের পর ইরানের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন আরাকচি।

তিনি বলেন, “আমাদের কাছে এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই সমঝোতায় টিকে থাকলে তাতে আমাদের দেশের স্বার্থ রক্ষিত হবে কিনা।” তিনি আরো বলেন, আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর যেসব দেশ এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে তারা যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে তবে ইরানও পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি পূরণ করবে।

সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পরও ইরান এ সমঝোতায় টিকে থাকার জন্য যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছে।

ইউকিয়া আমানো

সাক্ষাতে ইউকিয়া আমানো তার সংস্থাকে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে নজরদারির কাজ সুষ্ঠুভাবে পালন করতে দেয়ায় তেহরানকে ধন্যবাদ জানান এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে ২০১৬ সাল থেকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় আমেরিকাসহ ছয় বিশ্বশক্তি। কিন্তু গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি লঙ্ঘন করে এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ  করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯    

ট্যাগ