জেট ড্রোন উন্মোচন ও এস-৩০০ প্রদর্শন করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i67758-জেট_ড্রোন_উন্মোচন_ও_এস_৩০০_প্রদর্শন_করল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রথম বারের মতো বড় আকারের জেট ড্রোন উন্মোচন করেছে। আজ (বৃহস্পতিবার) তেহরানে বিমান প্রদর্শনীতে ড্রোনটি উন্মোচন করেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ৩১, ২০১৯ ১৯:১৯ Asia/Dhaka
  • জেট ড্রোন
    জেট ড্রোন

ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রথম বারের মতো বড় আকারের জেট ড্রোন উন্মোচন করেছে। আজ (বৃহস্পতিবার) তেহরানে বিমান প্রদর্শনীতে ড্রোনটি উন্মোচন করেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি।

নতুন জেট ড্রোনটি শত্রুর অবস্থান শনাক্ত করার পাশাপাশি সেখানে হামলাও করতে পারবে। ইরানের সামরিক সূত্র জানিয়েছে, প্রশিক্ষণ বিমান 'টি-থার্টি থ্রি'-তে নতুন প্রযুক্তি যুক্ত করে তা জেট ড্রোনে রূপান্তরিত করা হয়েছে। এর ইঞ্জিনেও পরিবর্তন আনা হয়েছে। 

এছাড়া আজ বিমান প্রতিরক্ষা প্রদর্শনীতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'এস-থ্রি হান্ড্রেড কারারগাহ' এবং 'এস-২০০ খাতামুল আম্বিয়া' প্রদর্শন করা হয়েছে। সব শ্রেণীর দর্শনার্থী এসব সমরাস্ত্র কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।


ইরানের ইসলামি বিপ্লবের ৪০ বছর পূর্তি উপলক্ষে তেহরানে বিমান প্রতিরক্ষা প্রদর্শনী শুরু হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রদর্শনী চলবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩১