মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির জন্য বিপ্লবের শত্রুরা ইরান-ভীতি ছড়াচ্ছে: জেনারেল বাকেরি
(last modified Mon, 11 Feb 2019 08:18:03 GMT )
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১৪:১৮ Asia/Dhaka
  • ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
    ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কাছে অস্ত্র বিক্রি করার জন্য ইসলামি বিপ্লবের শত্রুরা ইরান-ভীতি ছড়াচ্ছে। এ ক্ষেত্রে শত্রুরা তাদের প্রচেষ্টা জোরদার করেছে।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় জেনারেল বাকেরি বলেন, গত চার দশকে ইরান কখনো আঞ্চলিক কোনো দেশের প্রতি লোলুপ দৃষ্টিতে তাকায় নি কিন্তু আঞ্চলিক কয়েকটি দেশের অনুরোধে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ক্ষেত্রে এসব দেশে উপদেষ্টা হিসেবে উপস্থিতি বজায় রেখেছে।

ইরানি ক্ষেপণাস্ত্র

সেনাপ্রধান বলেন, উগ্র তাকফিরি সন্ত্রাসীদের মোকাবেলায় ইরাক ও সিরিয়ায় ইরান সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছে এবং এসব দেশ যতদিন চাইবে ততদিন ইরানের সামরিক উপদেষ্টারা সেখানে থাকবেন। যখন ইরাক ও সিরিয়ার সরকার বলবে- ইরানি সেনাদের প্রয়োজন নেই তখনই ইরান সেনা সরিয়ে নেবে। এটা হচ্ছে আমেরিকার সঙ্গে সম্পূর্ণ বিপরীত নীতি; আমেরিকা জোর করে বিভিন্ন দেশে সেনা উপস্থিতি ধরে রাখতে চায় কিন্তু ইরান তা করবে না। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে কারো কোনো সঙ্গে কোনো আলোচনা হবে না বলেও জেনারেল বাকেরি মন্তব্য করেন।#

পার্সটুডে/এসআইবি/১১

ট্যাগ