ইরানিদের সঙ্গে মার্কিন আচরণ মানবতাবিরোধী অপরাধ: ড. রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i68643-ইরানিদের_সঙ্গে_মার্কিন_আচরণ_মানবতাবিরোধী_অপরাধ_ড._রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ওষুধের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা মানবতাবিরোধী অপরাধ করছে। তিনি উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে উন্নয়নমূলক এক সভায় এ কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৭, ২০১৯ ১৫:২১ Asia/Dhaka
  • ড. হাসান রুহানি
    ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ওষুধের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা মানবতাবিরোধী অপরাধ করছে। তিনি উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে উন্নয়নমূলক এক সভায় এ কথা বলেছেন।

রুহানি বলেন, মার্কিন সরকার সব সময় মিথ্যা বলছে। তারা দাবি করছে ইরানি জনগণের সঙ্গে তাদের কোনো সমস্যা নেই, তাদের সমস্যা হলো ইরানের সরকারের সঙ্গে। তাদের এই দাবি একেবারেই ভিত্তিহীন। ইরানি জনগণের জন্য একটি ওষুধের প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রেও তারা বাধা দেওয়ার চেষ্টা করছে। 

ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, মার্কিন সরকার ইরানি জনগণের সঙ্গে যা করছে তা মানবতাবিরোধী অপরাধকেও হার মানাচ্ছে। বিশ্বের সব জাতির সঙ্গেই এখন আমেরিকা সমস্যা তৈরি করছে। ইয়েমেন ও ভেনিজুয়েলাসহ বিশ্বের বিভিন্ন দেশ এমনকি নিজের মিত্রদের ওপরও চাপ দিচ্ছে আমেরিকা। আমেরিকার বর্তমান সরকার শুধু ইরানের সঙ্গে নয়, গোটা বিশ্বের সঙ্গে অন্যায় আচরণ করছে। 

তিনি বলেন, পরমাণু ইস্যুটি আসলে তাদের জন্য মূল সমস্যা নয়। রুহানি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে অন্যকে কষ্ট দিয়ে মার্কিন সরকার মজা পায়। তারা আন্তর্জাতিক চুক্তি ও প্রতিশ্রুতি লঙ্ঘন করে গর্ববোধ করে। এসবের সঙ্গে যুক্তি, বিবেক ও রাজনীতির মিল খুঁজে পাওয়া যাচ্ছে না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭  

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন