পশ্চিমাদের বাহ্যিক দিকটা ফিটফাট, ভেতরটা পাশবিক: সর্বোচ্চ নেতা
(last modified Fri, 22 Mar 2019 10:28:36 GMT )
মার্চ ২২, ২০১৯ ১৬:২৮ Asia/Dhaka

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন,পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপ পেছন থেকে ছুরি মেরেছে।

পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপের দায়িত্ব ও কর্তব্যের সঙ্গে বাস্তবতার আকাশ-পাতাল ফারাক রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ইউরোপীয়রা এই সমঝোতার ব্যাপারে পেছন থেকে ছুরি মেরেছে।

নওরোজ উপলক্ষে গতকাল মাশহাদে ইমাম রেজা (আ) এর মাজারে হাজার হাজার জিয়ারতকারী ও জনতার সমাবেশে দেয়া ভাষণে সর্বোচ্চ নেতা এ কথা বলেন।

তিনি বলেন, ছয় জাতিগোষ্ঠির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকা এককভাবে বেরিয়ে যাবার পর কথা ছিল ইউরোপ যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে এবং চুক্তি অনুযায়ী আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে, অথচ ইউরোপ কার্যত কিছুই করে নি। তারা চুক্তিতে অটল থাকার পরামর্শ দিচ্ছে কিন্তু বাস্তবে নিজেরা চুক্তি থেকে বেরিয়ে গেছে।

সর্বোচ্চ নেতা ইউরোপের সঙ্গে বিশেষ আর্থিক ব্যবস্থা ‘ইনসটেক্স'কে খুবই তিক্ত একটি মশকরা বলে মন্তব্য করে বলেন, এর কোনো মানেই হয় না।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন,পশ্চিমাদের সাহায্যের আশা বাদ দেওয়াই অর্থনৈতিক সুরক্ষার একমাত্র উপায়।

ইতিহাস এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা সাক্ষ্য দিচ্ছে যে,পশ্চিমাদের কাছে বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র কিংবা পিঠে ছুরি মারা ছাড়া অন্য কোনো সাহায্য আশা করা বৃথা।তাদের কাছে সততা আশাই করা যায় না।

শত্রুরা ইরানের প্রতিরক্ষা শক্তির কথা স্বীকার করতে বাধ্য হয়েছে। এই শক্তি তাদের চাপানো নিষেধাজ্ঞা আর অবরোধের মধ্যেই অর্জিত হয়েছে বলে সর্বোচ্চ নেতা মন্তব্য করেন।একইভাবে অবরোধ ও নিষেধাজ্ঞাকে সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগিয়ে অর্থনৈতিক সমস্যাও কেটে ওঠা সম্ভব বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পশ্চিমা নেতাদের সম্পর্কে তিনি বলেন, তাদের বাহ্যিক দিকটা ফিটফাট, সুগন্ধি লাগানো কিন্তু ভেতরটা পাশবিক।

সৌদি সরকারকে এ অঞ্চলের সর্বনিকৃষ্ট স্বৈরাচার,জালেম বলে উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন,পশ্চিমারা তাদের জন্য পরমাণু সুবিধাসহ ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র তৈরিতে সহযোগিতা দিচ্ছে। কেননা সৌদিআরব তাদের মিত্রশক্তি। সর্বোচ্চ নেতা আরও বলেন, আমরা তাদের ক্ষেপণাস্ত্র কিংবা পরমাণু কেন্দ্র স্থাপনে অসন্তুষ্ট নই। কারণ অদূর ভবিষ্যতে এসব স্থাপনা আল্লাহর রহমতে ইসলামি মুজাহিদদের নিয়ন্ত্রণে যাবে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

ট্যাগ