ইরানের তেল বিক্রি বন্ধের মার্কিন স্বপ্ন পূরণ হবে না: তেলমন্ত্রী
(last modified Tue, 23 Apr 2019 13:18:55 GMT )
এপ্রিল ২৩, ২০১৯ ১৯:১৮ Asia/Dhaka
  • জাঙ্গানে
    জাঙ্গানে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে আজ (মঙ্গলবার) বলেছেন, ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামানোর মার্কিন স্বপ্ন পূরণ হবে না। ইরানি তেল শিল্পের বিরুদ্ধে আমেরিকার নতুন ষড়যন্ত্রের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

জাঙ্গানে আরও বলেছেন, ইরানের তেলের ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে আমেরিকা ও তার মিত্র দেশগুলো যে ঘোষণা দিয়েছে তা থেকেই এটা স্পষ্ট যে, তাদের হুমকি ভঙ্গুর। 

তিনি বলেন, যারা এখন ইরানের তেল বিক্রি ঠেকানোর কথা বলছে তারাও এ ধরণের পদক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত হবে। কারণ তেলের বাজার সম্পর্কে আগে থেকেই কিছু বলা সম্ভব নয়। 

মার্কিন সরকার গত বছরের নভেম্বরে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলেও আটটি দেশকে ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে ছয় মাসের জন্য ছাড় দেয়।

গতকাল হোয়াইট হাউজ ঘোষণা করেছে, আগামী ২ মে ছয় মাসের সে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা আর নবায়ন করা হবে না। অর্থাৎ আমেরিকার দৃষ্টিতে এখন থেকে বিশ্বের কোনো দেশ আর ইরানের কাছ থেকে তেল আমদানি করতে পারবে না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩

ট্যাগ