'ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এবং আইআরজিসি ২৪ ঘণ্টা শত্রুর বিরুদ্ধে লড়ছে'
(last modified Mon, 06 May 2019 08:57:40 GMT )
মে ০৬, ২০১৯ ১৪:৫৭ Asia/Dhaka
  • 'ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এবং আইআরজিসি ২৪ ঘণ্টা শত্রুর বিরুদ্ধে লড়ছে'

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন, তার বাহিনীর গোয়েন্দা বিভাগ এবং ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দিনরাত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভির সঙ্গে বৈঠকে এ কথা বলেন জেনারেল সালামি।  তিনি বলেন, বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা শত্রুদের সঙ্গে মারাত্মক যুদ্ধে লিপ্ত রয়েছে ইরান। 

আইআরজিসি'র গোয়েন্দা বিভাগ এবং গোয়েন্দা মন্ত্রণালয়কে ইরানের ইসলামি বিপ্লবের সদা সজাগ এবং তীক্ষ্ণ দু'টি চোখ বলে উল্লেখ করেন তিনি। জেনারেল সালামি বলেন, ইরানের শত্রুদের আপাতদৃষ্টিতে ভয়াবহ এবং মারাত্মক মনে হলেও আসলে ভেতর থেকে তাদের হাড়ে পচন ধরেছে।

আইআরজিসি'র প্রধান হিসেবে জেনারেল সালামি দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান মাহমুদ আলাভি। পাশাপাশি দুই গোয়েন্দা সংস্থার মধ্যে বিরাজমান গভীর সম্পর্ককেও স্বাগত জানান তিনি।  ইরানের গোয়েন্দামন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এবং আইআরজিসির ভ্রাতৃপ্রতিম সদস্যরা হাতে হাত রেখে তাদের ওপর আরোপিত ইরানের ইসলামি বিপ্লব রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। এ দায়িত্ব তারা সর্বোত্তমভাবেই পালন করবে বলেও জানান তিনি।#

 পার্সটুডে/মূসা রেজা/৬

ট্যাগ