ইরান-ইইউ সহযোগিতার কাঠামোগত ভিত্তি তৈরি হয়েছে: মোগেরিনি
(last modified Mon, 18 Apr 2016 04:41:08 GMT )
এপ্রিল ১৮, ২০১৬ ১০:৪১ Asia/Dhaka
  • ইরান-ইইউ সহযোগিতার কাঠামোগত ভিত্তি তৈরি হয়েছে: মোগেরিনি

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ইরান এবং ইইউ’র মধ্যে সহযোগিতার ক্ষেত্রে কাঠামোগত ভিত্তি তৈরি হয়েছে। ইরান সফর থেকে ফিরে তিনি তার ব্যক্তিগত ওয়েবসাইটে রোববার এ মন্তব্য করেছেন।

সফরে ইইউ’র সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মোগেরিনি এবং ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তারা বৈঠক করেন। পরমাণু ইস্যুতে তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চূড়ান্ত সমঝোতা সই হওয়ার পর ইরানে এটি ছিল মোগেরিনির দ্বিতীয় সফর।

সফর সম্পর্কে মোগেরিনি বলেন, “আমরা জ্বালানি থেকে শুরু করে অর্থনীতির কৌশলগত কয়েকটি খাত নিয়ে আলোচনা করেছি যা দু পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে সংস্কৃতি, অভিবাসন, গবেষণা, পরিবহন, পররাষ্ট্র নীতি এবং শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যু।”

তিনি আরো বলেছেন, “গতকালের সফর এগুলোর জন্য পথ খুলে দিয়েছে। চুক্তির মাধ্যমে যে সুযোগ তৈরি হয়েছে তা আমাদের নাগরিকদের জন্য সব খাতে এখন শক্ত প্রকল্পে পরিণত করতে হবে।” পরবর্তী রাজনৈতিক আলোচনা ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও তার মধ্যে অনুষ্ঠিত হবে বলেও মোগেরিনি উল্লেখ করেছেন।#

সিরাজুল ইসলাম/১৮

ট্যাগ