জন্মদিনে পুষ্পে পুষ্পে সুশোভিত ইমাম রেজা (আ)-এর পবিত্র মাজার
(last modified Mon, 15 Jul 2019 11:53:36 GMT )
জুলাই ১৫, ২০১৯ ১৭:৫৩ Asia/Dhaka
  • জন্মদিনে পুষ্পে পুষ্পে সুশোভিত ইমাম রেজা (আ)-এর পবিত্র মাজার

ইরানের পবিত্র নগরী মাশহাদে আহালে বাইত বা নবী বংশের ৮ম ইমাম রেজা (আ) মাজার অবস্থিত। ১১ জিলকদ তার জন্মবার্ষিকীর দিনে এ মাজার পুষ্পে পুষ্পে সুশোভিত হয়ে উঠেছিল। এখানে ফুল ফুলে ভরে ওঠা পবিত্র মাজার প্রাঙ্গণের ছবি দেয়া হলো।

ইমাজ রেজা(আ) ছিলেন মুসা কাজেম ইবনে জাফর সাদিক ইবনে বাকের ইবনে জয়নুল আবেদিন ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবিতালিবের পুত্র।

পুষ্প শোভিত মাজারের একাংশ

ইমাম রেজা (আ) ছিলেন ধৈর্যের পরীক্ষা ও ত্যাগের পরাকাষ্ঠায় উন্নীত এক মহান পুরুষ। 'রেজা' শব্দের অর্থ হলো সন্তুষ্ট বা রাজি ব্যক্তি। রাজি শব্দ থেকেই এসেছে রেজা। আর এর মানে দাঁড়াচ্ছে যিনি নিজের ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করেন। 'রেজা' মানে আল্লাহর রেজামন্দি বা সন্তুষ্ট অর্জনকারী ব্যক্তিত্ব।

পার্সটুডে/মূসা রেজা/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ