কাস্পিয়ান সাগরে ইরানের নৌবাহিনীর মহড়া শুরু
(last modified Sun, 01 Sep 2019 12:05:25 GMT )
সেপ্টেম্বর ০১, ২০১৯ ১৮:০৫ Asia/Dhaka
  • ইরানের নৌযান
    ইরানের নৌযান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী কাস্পিয়ান সাগরে সামরিক মহড়া শুরু করেছে। সাগরের ২৫ হাজার বর্গ মাইল এলাকাজুড়ে এ মহড়া চলছে। এর নাম দেওয়া হয়েছে 'টেকসই নিরাপত্তা ৯৮'।

গোটা বিশ্বকে শান্তি ও বন্ধুত্বের বার্তা দিতেই এ মহড়ার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। চলমান মহড়ায় ইরানের ডেস্ট্রয়ারসহ বিভিন্ন ধরণের যুদ্ধজাহাজ, সামরিক বিমান ও হেলিকপ্টার অংশ নিচ্ছে।

ইরানের সেনাবাহিনীর নৌ বিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল খানযাদি বলেছেন, চার দিন ধরে এ মহড়া চলবে।

এ মহড়ায় কেবল ইরান অংশ নিলেও অদূর ভবিষ্যতে সাগর তীরবর্তী অন্য দেশগুলোর অংশগ্রহণে যৌথ মহড়ার আয়োজন করা হবে বলে তিনি জানান। কাস্পিয়ান তীরবর্তী দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এ অঞ্চলের বাইরের কোনো শক্তি এই সাগরে প্রবেশ করতে পারবে না।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ