নিজস্ব প্রযুক্তির নয়া ট্যাংক প্রদর্শন করলো ইরান
https://parstoday.ir/bn/news/iran-i73885-নিজস্ব_প্রযুক্তির_নয়া_ট্যাংক_প্রদর্শন_করলো_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (রোববার) নিজস্ব প্রযুক্তির নতুন ট্যাংক প্রদর্শন করেছে। ইরানের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)'র মাজার কমপ্লেক্সের সামনে বিশাল প্রাঙ্গণে কুচকাওয়াজের সময় এগুলো প্রদর্শন করা হয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০১৯ ১৮:৫৮ Asia/Dhaka
  • হায়েল নামের ট্যাংক
    হায়েল নামের ট্যাংক

ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (রোববার) নিজস্ব প্রযুক্তির নতুন ট্যাংক প্রদর্শন করেছে। ইরানের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)'র মাজার কমপ্লেক্সের সামনে বিশাল প্রাঙ্গণে কুচকাওয়াজের সময় এগুলো প্রদর্শন করা হয়।

নয়া ট্যাংকটির নাম হচ্ছে 'হায়েল'। এই ট্যাংকটি কোনো ধরণের ফ্রিকোয়েন্সি পাঠানো ছাড়াই লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে। এ কারণে শত্রুপক্ষ কোনো কিছু বুঝে উঠার আগেই অভিযান চালাতে পারে এই ট্যাংক।

ইরানি ড্রোন

এছাড়া আজ ইরান আজ কুচকাওয়াজে কামান-১২ নামের ড্রোন প্রদর্শন করেছে। এটি হচ্ছে ইরানের বিমান বাহিনীর ড্রোনের সর্বশেষ সংস্করণ। এটি উড্ডয়নস্থলের এক হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অভিযান পরিচালনা করতে পারে। এক হাজার কেজি ওজন নিয়ে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে উড়তে পারে এবং গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব।

ইরান আজ কাসেদ নামের স্মার্ট বোমা প্রদর্শন করেছে। এটি ইরানের সবচেয়ে ধ্বংস ক্ষমতা সম্পন্ন বোমাগুলোর একটি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।