নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল ম্যাকরনের প্রচেষ্টা ফলপ্রসূ হবে: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i73955
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার উত্তেজনা কমানোর ব্যাপারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন যে প্রচেষ্টা চালাচ্ছেন তা কেবল তখনই সফল হবে যখন আমেরিকা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৯ ১৩:৩৬ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার উত্তেজনা কমানোর ব্যাপারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন যে প্রচেষ্টা চালাচ্ছেন তা কেবল তখনই সফল হবে যখন আমেরিকা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।

গতকাল মঙ্গলবার নিউইয়র্কে মার্কিন গণমাধ্যমের ব্যবস্থাপকদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এ মন্তব্য করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার জন্য ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন সম্প্রতি ইরান এবং ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা নিরসনের জন্য দুপক্ষের মধ্যে সংলাপ আয়োজনের চেষ্টা চালাচ্ছেন। এছাড়া ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তিনি নেতৃত্ব দিচ্ছেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন

ম্যাকরনের প্রচেষ্টা সম্পর্কে প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, ইরানের ওপর থেকে আমেরিকা যদি নিষেধাজ্ঞা তুলে নেয় তখনই কেবল সংলাপ প্রচেষ্টা সফল হবে এবং সেই সংলাপের সম্ভাবনা তৈরি হবে ছয় জাতিগোষ্ঠীর অবকাঠামোর ভেতরে থেকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট রুহানি বলেন, “আমেরিকার পক্ষ থেকে চাপানো নিষেধাজ্ঞাকে তেহরান সংলাপের পূর্ব-শর্ত হিসেবে দেখছে এবং আমরা বিশ্বাস করি সংলাপের ব্যাপারে যেকোন পূর্ব শর্তকে সবার আগে প্রত্যাহার করে নিতে হবে।”

গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন এবং তিনি সেই ভাষণে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করার ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্যে ইরানের আচরণকে ভীতিকর বলে অভিহিত করেন।#

পার্সটুডে/এসআইবি/২৫