ইরানে ট্রেন লাইনচ্যুত; নিহত ৫, আহত ৯২
(last modified Thu, 26 Sep 2019 04:34:27 GMT )
সেপ্টেম্বর ২৬, ২০১৯ ১০:৩৪ Asia/Dhaka
  • দুর্ঘটনায় লাইনচ্যুত ওয়াগন
    দুর্ঘটনায় লাইনচ্যুত ওয়াগন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত এবং ৯২ জন আহত হয়েছেন।

গতকাল (বুধবার) যখন এ দুর্ঘটনা ঘটে তখন ট্রেনটিতে ২৫০ জন যাত্রী ছিলেন। পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদান শহর থেকে ট্রেনটি রাজধানী তেহরানে যাচ্ছিল। জাহেদান শহর থেকে রাজধানী তেহরানের দূরত্ব ১,৫০০ কিলোমিটার।

ইরানের রেলওয়ে কোম্পানি তিন মহিলা এবং এক পুরুষের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। সিস্তান-বালুচিস্তান শহরের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান জানিয়েছেন, আহতদের ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়।

ট্রেন দুর্ঘটনায় আহত এক শিশু

জানা গেছে, শুরু এলাকার বালুময় রেল লাইনের উপর দিয়ে ট্রেনটি যাওয়ার সময় একটি ওয়াগন ছিটকে যায়। ওই এলাকায় প্রায়ই মরুঝড় হয় এবং বালিতে রেললাইন ঢেকে যায়।

স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় ইরানের রেলওয়ে কর্তৃপক্ষ গতকালের দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পরপরই জাহদোন এবং আশপাশের শহরগুলো থেকে উদ্ধার কর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-ও উদ্ধার অভিযানে সাহায্য করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৬

ট্যাগ