ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সবাইকে সচেতন হতে হবে: ড. রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i75243-ফিলিস্তিন_হচ্ছে_মুসলিম_বিশ্বের_প্রধান_ইস্যু_সবাইকে_সচেতন_হতে_হবে_ড._রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাস হচ্ছে গোটা মুসলিম বিশ্বের মূল ইস্যু। বিশ্বের মুসলমানরা এই ইস্যু মুছে ফেলতে দেবে না। তিনি আজ (বৃহস্পতিবার) রাজধানী তেহরানে ৩৩তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের উদ্বোধনী ভাষণে এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৪, ২০১৯ ১৫:৫০ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট
    ইরানের প্রেসিডেন্ট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাস হচ্ছে গোটা মুসলিম বিশ্বের মূল ইস্যু। বিশ্বের মুসলমানরা এই ইস্যু মুছে ফেলতে দেবে না। তিনি আজ (বৃহস্পতিবার) রাজধানী তেহরানে ৩৩তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের উদ্বোধনী ভাষণে এ কথা বলেন।

মুসলিম বিশ্বের বিরুদ্ধে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের নানা ষড়যন্ত্রের কথা তুলে ধরে তিনি বলেন, আমেরিকার ঘৃণ্য ষড়যন্ত্রের কারণে আফগানিস্তান, ইরাক ও ইয়েমেনে নিরপরাধ ও মজলুম মানুষের প্রাণহানি ঘটছে এবং মুসলিম দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব ও অনৈক্য সৃষ্টি হচ্ছে।  

ইরানের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি জনগণ এবং এই অঞ্চলের মুসলমানরাই ফিলিস্তিনকে মুক্ত করবে । নতুন প্রজন্মকে এটা বুঝতে হবে আমেরিকা মুসলমানদের বন্ধু ছিল না এবং কখনো বন্ধু হবেও না। এই অঞ্চলের মানুষের মাধ্যমেই এখানকার সমস্যার সমাধান করতে হবে।

সম্মেলন কক্ষ

ড. রুহানি আরও বলেছেন, দুঃখজনকভাবে কিছু মুসলিম দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আপোষ করছে এবং ইসরাইলের কাছ থেকে তথ্য সংগ্রহ করে নিজের মুসলমান ভাই ও প্রতিরোধ সংগ্রামের বিরুদ্ধে ব্যবহার করছে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মোকাবেলায় ফিলিস্তিনিদের রক্ষায় ইসলামি প্রজাতন্ত্র ইরান ফ্রন্ট লাইনে রয়েছে। আজকের সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট ইসলামি ঐক্য বিষয়ক ১২টি বই উন্মোচন করেছেন।  

চলমান ৩৩তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের ৪০০ জন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেম যোগ দিচ্ছেন। তারা ইসলামি ঐক্যের প্রয়োজনীয়তা ও উপায় নিয়ে আলোচনা করবেন। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে।#

পার্সটুডে/এসএ/১৪        

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।