মার্কিন স্বেচ্ছাচারী নীতির বিরুদ্ধে ইরান ও রাশিয়ার ঐক্যবদ্ধ অবস্থান
(last modified Sat, 16 Nov 2019 12:10:22 GMT )
নভেম্বর ১৬, ২০১৯ ১৮:১০ Asia/Dhaka
  • তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লিভান জাগরিয়ান
    তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লিভান জাগরিয়ান

ইরানের বিরুদ্ধে মার্কিন বেআইনি নিষেধাজ্ঞা ও আমেরিকার স্বেচ্ছাচারী আচরণের তীব্র সমালোচনা করে তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লিভান জাগরিয়ান বলেছেন, পরমাণু ইস্যুকে কেন্দ্র করে আমেরিকার ধ্বংসাত্মক তৎপরতা মোকাবেলায় রাশিয়া সব রকম চেষ্টা চালিয়ে যাবে। রুশ রাষ্ট্রদূত ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।

ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে মার্কিন প্রচেষ্টার কথা উল্লেখ করে রুশ রাষ্ট্রদূত বলেন, ইরান যাতে ওই প্রকল্প চালু করতে না পারে সে জন্য ওয়াশিংটন মস্কোর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। তিনি সিরিয়া পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছেন, ওই দেশটিতে উপস্থিত থাকার অধিকার কেবল রাশিয়া ও ইরানেরই রয়েছে। কারণ দামেস্ক সরকারের অনুরোধে সাড়া দিয়ে তেহরান ও মস্কো ওই দেশটিতে তৎপরতা চালাচ্ছে।

পর্যবেক্ষকরা বলছেন, তেহরান ও মস্কোর মধ্যকার কৌশলগত সম্পর্ক ও সহযোগিতা ইরান-রাশিয়া সহযোগিতার নতুন দ্বার খুলে দিয়েছে। রাশিয়ার পরমাণু জ্বালানি সংস্থার উপপ্রধান আলেক্সান্ডার লুকাশিন ১০ নভেম্বর ইরানের বুশেহর পরমাণু বিদ্যুত কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর উদ্বোধন অনুষ্ঠানে বলেছেন, এ প্রকল্প চালু করার কাজে রাশিয়ার সহযোগিতা রয়েছে।

বুশেহর পরমাণু কেন্দ্র

রাশিয়া ও ইরান গত কয়েক বছরে বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে এবং কাজ শুরু করেছে। দুই দেশ সিরিয়া বিষয়ে পরস্পরকে সহযোগিতা করা ছাড়াও পরমাণু কার্যক্রমে সহযোগিতার পাশাপাশি পরমাণু সমঝোতার বিষয়ে সমন্বিত নীতি গ্রহণ করেছে। তাই বলা যায়, পরমাণু বিষয়ে ইরানের সঙ্গে সহযোগিতা এবং এ ব্যাপারে মার্কিন ষড়যন্ত্র ও বাধা সৃষ্টির ব্যাপারে রুশ রাষ্ট্রদূতের বক্তব্য থেকে এ দু’দেশের সহযোগিতার গুরুত্বের বিষয়টি ফুটে ওঠে। যদিও এ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়াটা খুবই কঠিন ও জটিল কিন্তু অভিন্ন হুমকির বিষয়টি মাথায় রেখে ও জাতীয় স্বার্থের ভিত্তিতে সহযোগিতাকে অটুট রাখা সম্ভব। কারণ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমেরিকা ইরান-রাশিয়ার এ সহযোগিতাকে যেভাবেই হোক বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। এ কারণে তেহরানে অবস্থিত রুশ রাষ্ট্রদূতের এ বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ।       

চীনের বড় বড় মোবাইল কোম্পানি এবং রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা থেকে বোঝা যায়- মার্কিন হুমকি কেবল ইরানের বিরুদ্ধে সীমাবদ্ধ নেই বরং অন্যান্য বৃহৎ দেশও মার্কিন স্বেচ্ছাচারী নীতির স্বীকার। #   

 

পার্সটুডে/রেজোয়ান হোসেন/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ