‘শাহাদাতের পরও প্রতিরোধ আন্দোলনকে প্রেরণা দিচ্ছেন জে. সোলাইমানি’
(last modified Tue, 21 Jan 2020 00:30:04 GMT )
জানুয়ারি ২১, ২০২০ ০৬:৩০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রীর (ডানে) সঙ্গে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রীর (ডানে) সঙ্গে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, শহীদ জেনারেল কাসেম সোলাইমানি তার শাহাদাতের পরও মার্কিন-বিরোধী প্রতিরোধ আন্দোলনকে প্রেরণা দিয়ে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন সন্ত্রাসী বাহিনী গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে।

জারিফ গতকাল (সোমবার) তেহরান সফররত ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জোরগে অ্যারিয়াজার সঙ্গে এক বৈঠকে আরো বলেন, লেঃ জেনারেল সোলাইমানি ছিলেন প্রতিরোধ ফ্রন্টের শীর্ষস্থানীয় কমান্ডার। প্রতিরোধ সংগ্রামকে প্রেরণা দেয়া ছিল তার প্রধান দায়িত্ব যা তিনি এমনকি শাহাদাতের পরও করে যাচ্ছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরাক ও ইরানে জেনারেল সোলাইমানির নামাজে জানাযায় লাখ লাখ মানুষের উপস্থিতি এবং সারাবিশ্বে তার স্মরণে অনুষ্ঠিত শোকসভাগুলি প্রমাণ করে তিনি বিশ্ববাসীর অন্তরে কতখানি জায়গা করে নিয়েছিলেন।

লেঃ জেনারেল সোলাইমানি

সাক্ষাতে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী অ্যারিয়াজা জেনারেল সোলাইমানির শাহাদাতের ঘটনায় ইরানি জনগণকে শোক ও সমবেদনা জানান।

গত ৩ জানুয়ারি ভোররাতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় জেনারেল সোলাইমানি শাহাদাতবরণ করেন। একটি দেশের শীর্ষস্থানীয় একজন সেনা কমান্ডারকে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করার ন্যক্কারজনক এ ঘটনার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বয়ে যায়।

জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ৮ জানুয়ারি ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় ওই সামরিক ঘাঁটির মারাত্মক ক্ষতি হয়।আইআরজিসি এ হামলায় ৮০ মার্কিন সন্ত্রাসী সেনাকে হত্যা করার কথা ঘোষণা করলেও আমেরিকা তা স্বীকার করেনি।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ