তেহরানে সোলাইমানির শোক মিছিলে এসেছিলো শিশুরাও
(last modified Tue, 21 Jan 2020 11:57:02 GMT )
জানুয়ারি ২১, ২০২০ ১৭:৫৭ Asia/Dhaka
  • তেহরানে সোলাইমানির শোক মিছিলে এসেছিলো শিশুরাও

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি জানায়া এবং শোক মিছিলে লাখো লাখো মানুষের ঢল নেমেছিল। ঢল নেমেছিল শিশুরাও।

ইরানের জাতীয় পতাকা হাতে মাথায় লাল পট্টিতে লেখা প্রতিশোধের বাণী

তেহরান বিশ্ববিদ্যালয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ইমামতিতে  জানুয়ারি মাসের ৬ তারিখে অনুষ্ঠিত হয় জানাযা। ইরানের যে সব স্থানে জেনারেল সোলাইমানির জন্য শোক মিছিল হয়েছে সেখানেই অংশ নিয়েছে শিশুরা। তেহরানের  শোক

সোলাইমানির ছবি হাতে এক ছোট্টমণি

মিছিলেও এর ব্যতিক্রম হয় নি। এখানে শোক মিছিলে নেমে এসেছিল শিশুরাও। মা-বাবার হাত ধরে এসেছে কেউ। কেউ এসেছে মা-বাবার কাঁধে চেপে।

শিশুদের হাতে শোভা পেয়েছে ইরানের জাতীয় পতাকা, সোলাইমানির ছবি, কিংবা তা হত্যার কঠোর প্রতিবাদ সংবলিত রক্তিম পতাকা।#

পার্সটুডে/মূসা রেজা/২১

 

ট্যাগ