‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ শতাব্দীর সবচেয়ে ঘৃণ্য পরিকল্পনা: রুহানি
(last modified Thu, 30 Jan 2020 03:58:45 GMT )
জানুয়ারি ৩০, ২০২০ ০৯:৫৮ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল-ফিলিস্তিনি দ্বন্দ্ব মীমাংসার নামে যে কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রকাশ করেছেন তা প্রকৃতপক্ষে শতাব্দীর সবচেয়ে ঘৃণ্য পরিকল্পনা।

গতকাল (বুধবার) প্রেসিডেন্ট রুহানি তার নিজের টুইটার একাউন্টে এ কথা বলেছেন। তিনি লিখেছেন, “অনেক হয়েছে বোকামি পূর্ণ প্রচেষ্টা। এটি হচ্ছে শতাব্দীর সবচেয়ে ঘৃণ্য পরিকল্পনা।”

এদিকে, ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি ট্রাম্পের কথিত শান্তি চুক্তিকে পশ্চিম এশিয়ার জন্য বিপজ্জনক পরিকল্পনা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই পরিকল্পনা প্রকাশের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা চালিয়েছে।

ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি

গতকাল সিরিয়ার সংসদের স্পিকার হামুদা সাব্বাগের সঙ্গে টেলিফোন আলাপে লারিজানি আরো বলেন, মার্কিন এই পরিকল্পনার বিরুদ্ধে সমস্ত মুসলিম দেশকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে। তিনি বলেন, এ অঞ্চলে ইহুদিবাদী ইসরাইল সরকারের আকাঙ্ক্ষা পূরণের জন্য মূলত কথিত শান্তি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা যতই দাবি করুক না কেন প্রকৃতপক্ষে এই পরিকল্পনায় ফিলিস্তিনিদের কোন স্বার্থই গুরুত্ব পায় নি।#

পার্সটুডে/এসআইবি/৩০

ট্যাগ