ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে ট্রাম্পের ষড়যন্ত্রমূলক 'ডিল অব দ্যা সেঞ্চুরি': আইআরজিসি
(last modified Sun, 02 Feb 2020 13:27:10 GMT )
ফেব্রুয়ারি ০২, ২০২০ ১৯:২৭ Asia/Dhaka
  • আইআরজিসি
    আইআরজিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ফিলিস্তিন সংকট নিরসনের দাবি করে ষড়যন্ত্রমূলক 'ডিল অব দ্যা সেঞ্চুরি' পরিকল্পনা তুলে ধরেন। পর্যবেক্ষকদের মতে সুনির্দিষ্ট বেশ কিছু কারণে অতীতের মতোই ট্রাম্পের এবারের পরিকল্পনাও ব্যর্থ হবে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে ইসরাইল-মার্কিন ওই পরিকল্পনার তীব্র সমালোচনা করে বলেছে, এটি ব্যর্থ হবে এবং ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। বিবৃতিতে ফিলিস্তিনকে মুসলিম উম্মার অবিচ্ছেদ্য অংশ এবং বায়তুল মোকাদ্দাসকে মুসলিম উম্মাহর রেডলাইন হিসেবে অভিহিত করে মুসলমানদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একইসঙ্গে 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র প্রতি ঘৃণা প্রকাশ এবং এ ব্যাপারে নীরব না থাকার জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট  ট্রাম্পের ঘোষিত 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র আর্থ-রাজনৈতিক ও ঐতিহাসিক নানা দিক ও উদ্দেশ্য রয়েছে। অবশ্য ফিলিস্তিন জাতিকে বিশ্বঅঙ্গন থেকে মুছে ফেলা ও তাদের অধিকার পুরোপুরি কেড়ে নেয়া এবং দখলদার ইসরাইলের অবস্থানকে শক্তিশালী করা ট্রাম্পের এ পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। গাজার রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী সালাহ আব্দুল আতি ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি' পরিকল্পনার ব্যাপারে বলেছেন, পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে একীভূত করা এবং গাজা উপত্যকাকে আরো বেশি অবরুদ্ধ করে এ এলাকাকে অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন করা এবং ট্রাম্পের এ প্রস্তাব মেনে নিতে স্বশাসন কর্তৃপক্ষসহ অন্যান্য গ্রুপের ওপর প্রবল চাপ সৃষ্টি করা আমেরিকার উদ্দেশ্য।

অতীত অভিজ্ঞতায়ও দেখা গেছে, আমেরিকা কখনোই ফিলিস্তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা ও তাদের অধিকারের প্রতি ভ্রুক্ষেপ না করে পরিকল্পনা পেশ করে। এবারের 'ডিল অব দ্যা সেঞ্চুরি'ও দুটি কারণে ব্যর্থ হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। প্রথমত, এতে ফিলিস্তিনিদের অধিকারকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে এবং ষড়যন্ত্র মোকাবেলায় ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনের বিষয়টিকে তারা আমলে নেয়নি। দ্বিতীয়ত, ট্রাম্পের ঘোষিত 'ডিল অব দ্যা সেঞ্চুরি' ফিলিস্তিন বিষয়ে জাতিসংঘে গৃহীত সমস্ত প্রস্তাবের লঙ্ঘন।

নিজ মাতৃভূমিতে ফিরে আসা এবং সত্যিকারের অধিবাসীদের অংশগ্রহণে নিজেরা নিজেদের ভাগ্য গড়ার অধিকার ফিরে পাওয়া ফিলিস্তিনিদের অন্যতম চাওয়া। যেখানে ফিলিস্তিন ভূখণ্ডের মূল মালিকরা ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি' পরিকল্পনার বিরোধিতা করেছে সেখানে এটাকে বৈধতা দেয়ার এখতিয়ার কারো নেই।

এর আগেও ফিলিস্তিন সংকট নিরসনে বহু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু সবকটি পরিকল্পনায় ফিলিস্তিনিদের অধিকার উপেক্ষা করার কারণে সেসব ব্যর্থ হয়। এবারের 'ডিল অব দ্যা সেঞ্চুরি'ও এর ব্যতিক্রম নয় এবং ফিলিস্তিনিদের অধিকারকে উপেক্ষা করা হয়েছে। #  

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২

ট্যাগ