ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার বিরোধিতা করল রাশিয়া
(last modified Fri, 28 Feb 2020 01:24:10 GMT )
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ০৭:২৪ Asia/Dhaka
  • লিওনিদ স্লাতস্কি
    লিওনিদ স্লাতস্কি

রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিশনের প্রধান লিওনিদ স্লাতস্কি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করার অজুহাতে আমেরিকা চারটি দেশের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অবৈধ।

তিনি বৃহস্পতিবার এক বক্তব্যে এ নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে বলেন, চার দেশের ১৩ ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার আইনগত কোনো ভিত্তি নেই।

স্লাতস্কি বলেন, আমেরিকা গোটা বিশ্বের ওপর নিজের অভ্যন্তরীণ আইন ও স্বার্থকে চাপিয়ে দিতে চায়। কিন্তু এ অন্যায় পদক্ষেপ বিশ্বের দেশগুলো মেনে নেবে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহযোগিতা করার কারণে রাশিয়া, চীন, ইরাক ও তুরস্কের ১৩ ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।তবে ওই চার দেশ কখন কীভাবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহযোগিতা করেছে সে সম্পর্কে কিছু জানাননি পম্পেও।

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটন নতুন করে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সই করার আগ্রহ প্রকাশ করলেও তেহরান তা প্রত্যাখ্যান করে বলেছে, বিদ্যমান চুক্তির মাধ্যমেই সকল পক্ষের স্বার্থ রক্ষা করা সম্ভব। কাজেই আমেরিকার সঙ্গে নতুন করে কোনো আলোচনা হবে না।#  

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ