আমেরিকার সাহায্যের প্রস্তাব রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক খেলা: মুসাভি
(last modified Fri, 13 Mar 2020 09:44:09 GMT )
মার্চ ১৩, ২০২০ ১৫:৪৪ Asia/Dhaka
  • আব্বাস মুসাভি
    আব্বাস মুসাভি

বিশ্বের সেরা, দক্ষ এবং সাহসী মেডিকেল স্টাফ ইরানের রয়েছে, আমেরিকার চিকিত্সকের প্রয়োজন ইরানের নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি আজ এ কথা বলেন।

ট্রাম্প সম্পতি বলেছিল করোনা ভাইরাস মোকাবেলায় আমেরিকা ইরানকে সাহায্য করতে প্রস্তুত। তার ওই প্রস্তুতি ঘোষণার জবাবে মুসাভি বলেন: এরকম আত্মম্ভরি সহমর্মিতার পরিবর্তে আমেরিকার উচিত চিকিৎসা ও অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করার মাধ্যমে ইরানে মেডিক্যাল সরঞ্জামাদি প্রবেশের পথ সুগম করা। আমেরিকার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি মনোযোগ দিতেও তিনি ট্রাম্পের প্রতি আহ্বান জানান।

ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প গতকাল হোয়াইট হাউজে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অবকাশে বলেছিলেন: বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার রয়েছে আমেরিকার কাছে। তারা করোনা মোকাবেলায় ইরানকে সাহায্য করতে চায়।

এর আগেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অনুরূপ সাহায্যের প্রস্তাব দিয়েছিল। মুসাভি ওই প্রস্তাবকে বিদ্রূপাত্মক বলে মন্তব্য করে বলেছেন: অর্থনৈতিক সন্ত্রাসবাদের মাধ্যমে যারা ইরানের জনগণের ওপর চাপ সৃষ্টি করছে এমনকি চিকিৎসা সামগ্রী কেনার ক্ষেত্রেও বাধা দিচ্ছে তাদের মুখে এ ধরনের প্রস্তাব হাস্যকর, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক খেলা ছাড়া আর কিছু নয়।

২০১৮ সালের ৮ মে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক সকল রীতিনীতি লঙ্ঘন করে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। ওই একপেশে নিষেধাজ্ঞার কারণে ইরান ঔষধ ও চিকিৎসা সামগ্রী কেনার ক্ষেত্রে সমস্যার মুখে পড়ে। বিশেষ করে ইরানের বহু রোগী প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী থেকে বঞ্চিত হয়।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ