ইরানে সাড়ে তিন হাজার করোনাভাইরাসের রোগী সুস্থ হয়েছেন
(last modified Fri, 13 Mar 2020 11:39:54 GMT )
মার্চ ১৩, ২০২০ ১৭:৩৯ Asia/Dhaka
  • করোনা প্রতিরোধ
    করোনা প্রতিরোধ

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত সাড়ে তিন হাজারের বেশি রোগী সুস্থ হয়েছেন। ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত তিন হাজার পাঁচ শ উনত্রিশজন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরে গেছেন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর আজ (শুক্রবার) তেহরানে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন: ইরানে এগারো হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দু:খজনকভাবে তাদের মধ্য থেকে ৫১৪ জন রোগীর মৃত্যু হয়েছে।

চীনের উহান শহরে প্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে কোভিদ-১৯ নামক এই করোনা ভাইরাস ধরা পড়ে। চীন ছাড়াও ইতালি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ১২৯টির বেশি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত এক লাখ ৩৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যাদের মধ্যে ৭০ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই ভাইরাসের শিকার হয়ে সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজারের মতো।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ