ইরানের ৬ কোম্পানি পেল করোনা টেস্ট কিট তৈরির চুক্তি: অচিরেই গণউৎপাদন
(last modified Tue, 17 Mar 2020 17:10:47 GMT )
মার্চ ১৭, ২০২০ ২৩:১০ Asia/Dhaka
  • ইরানের ৬ কোম্পানি পেল করোনা টেস্ট কিট তৈরির চুক্তি: অচিরেই গণউৎপাদন

ইরানের জৈবওষুধ নির্মাণকারী বা বায়োফার্মাসিউটিক্যাল ৬টি কোম্পানি করোনাভাইরাস শনাক্তকারী কিট তৈরির চুক্তি পেয়েছে। এ ছাড়া, করোনাভাইরাস চিকিৎসার জন্য প্রয়োজনীয় জটিল ওষুধ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে ইরান। করোনাভাইরাস বিরোধী লড়াইয়ের জন্য প্রয়োজনীয় পণ্য-সামগ্রীর উৎপাদন দ্রুত বাড়ানোর অংশ হিসেবে এ তৎপরতা চলছে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির অন্যতম সহযোগী সোরেনা সাত্তারি আজ (মঙ্গলবার) আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যেই এসব কিটের গণ-সরবরাহ শুরু করবে কয়েকটি ইরানি কোম্পানি।

এটিএম মেশিন জীবাণুমুক্ত করার কাজ চলছে

ইনস্টগ্রামে নিজ পাতায় তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তকারী কিট গণউৎপাদনের জন্য প্রয়োজনীয় সনদ এরই মধ্যে ইরানের কোম্পানিগুলো পেয়েছে।

ইরানের প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান সোরেনা সাত্তারি আরও জানান, করোনাভাইরাসের প্রকোপ ইরানের জৈবপ্রযুক্তি খাতের দ্রুত বিস্তারের সুযোগ করে দিয়েছে। এশিয়ার মধ্যে ইরানের এ খাতকে অন্যতম দ্রুত বর্ধনশীল খাত হিসেবে গণ্য করা হয়।

করোনাভাইরাস চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ নিজস্ব প্রযুক্তিতে ইরান তৈরি করছে বলে সাত্তারি জানান। তিনি আরও বলেন, ইরানের ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো দিনরাত কাজ করে চলেছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম নির্মাণের লক্ষ্যে এসব প্রতিষ্ঠান কাজ করছে বলে জানান তিনি।

পার্সটুডে/মূসা রেজা/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ