মার্চ ২৮, ২০২০ ১৮:২৮ Asia/Dhaka
  • ইরান ক্ষেপণাস্ত্রে বহনকারী বোমার ধ্বংস ক্ষমতা বাড়াবে, বাড়াবে ক্ষেপণাস্ত্রের গতিও

ইরানের প্রতিরক্ষমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইরান ক্ষেপণাস্ত্রে বহনকারী বোমা বা ওয়ারহেডের বিস্ফোরণ বা ধ্বংস ক্ষমতা বাড়াবে। পাশাপাশি বাড়ান হবে ক্ষেপণাস্ত্রের গতিও।

ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খোরদাদ ১৫ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

গত সপ্তাহ থেকে শুরু হওয়া চলতি ফার্সি বছরের প্রতিরক্ষা প্রকল্পগুলো ঘোষণা করে এ কথা জানান তিনি। তিনি বলেন, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার চূড়ান্ত সক্ষমতা অর্জন করেছে। এখন এ সব ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা বাড়ানর কাজ চলছে।

বাড়তি ওজন বা পেলোড বহনের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ক্ষেপণাস্ত্রে বহনকারী বোমা বা ওয়ারহেডের বিস্ফোরক ক্ষমতা বাড়ান হবে। ক্ষেপণাস্ত্রের গতি,তৎপরতা এবং পরিচালনা নিয়ে ইরানের উন্নত মানের গবেষণা চলছে বলেও জানান তিনি।

ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দুই ক্ষেপণাস্ত্র

আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র বা এএলসিএম উন্মোচনের ইরানের রূপ রেখাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খোরদাদ ১৫ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার উপযোগী কৌশলগত ক্ষেপণাস্ত্র নিয়েও কথা বলেন তিনি। তিনি একে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ক্ষেত্রে মোড় পরিবর্তনকারী হিসেবে উল্লেখ করেন।

গত বছরের জুনে হরমুজগান প্রদেশের ইরানের আকাশসীমায় খোরদাদ ১৫ দিয়ে মার্কিন চালকহীন গোয়েন্দা বিমান গ্লোবাল হক ভূপাতিত করেছিল ইরান।

পার্সটুডে/মূসা রেজা/২৮  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ