বুনিয়াদি কোষ দিয়ে করোনার চিকিৎসা করলেন ইরানি বিজ্ঞানী
(last modified Sat, 28 Mar 2020 17:17:28 GMT )
মার্চ ২৮, ২০২০ ২৩:১৭ Asia/Dhaka
  • ড. মাসুদ সোলাইমানি
    ড. মাসুদ সোলাইমানি

ইরানের স্টেম সেল বা বুনিয়াদি কোষ বিজ্ঞানী ড. মাসুদ সোলাইমানি বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসায় বুনিয়াদি কোষরাজি দিয়ে ওষুধ তৈরি করেছে ইরান।

প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসায় বুনিয়াদি কোষরাজি দিয়ে ওষুধ তৈরি করেছে ইরান

যুক্তরাষ্ট্রে প্রায় এক বছর বিনা অপরাধে বন্দি থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন তিনি। ড. মাসুদ সোলাইমানি এক টুইটার বার্তায় জানান যে, ইরানের অনেক চিকিৎসক বুনিয়াদি কোষ দিয়ে করোনা রোগীর চিকিৎসা করেছেন। তারা এতে সন্তোষজনক ফল পেয়েছেন বলেও জানান তিনি। ড. মাসুদ সোলাইমানি আরও জানান, এ ওষুধ দিয়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীকে ৩ থেকে ৬ দিনের মধ্যে তিন পর্যায়ে চিকিৎসা করা যায়।

এখনও এ ওষুধের ক্লিনিক্যাল বা রোগীর ওপর পরীক্ষা চলছে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলোতে এ ওষুধের আরও বেশি সুফল পাওয়া যাবে। অদূর ভবিষ্যতে এ বিষয়ে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা দেবে বলেও জানান বুনিয়াদি কোষ বিজ্ঞানী ড. মাসুদ সোলাইমানি।#

পার্সটুডে/মূসা রেজা/২৯  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ