মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিপণন কেন্দ্র 'ইরান মল' এখন ৩ হাজার শয্যার করোনা হাসপাতাল!
(last modified Sat, 04 Apr 2020 14:38:31 GMT )
এপ্রিল ০৪, ২০২০ ২০:৩৮ Asia/Dhaka
  • মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিপণন কেন্দ্র 'ইরান মল' এখন ৩ হাজার শয্যার করোনা হাসপাতাল!

তেহরানের চিতগড়ে অবস্থিত ইরান মলকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিপণন কেন্দ্র হিসেবে গণ্য করা হয়।

ইরান মলের একাংশ

করোনা বিরোধী লড়াইয়ে অংশ নিয়েছে ইরান মল। ইরান মলকে তুলে দেয়া হয় ইরানের জাতীয় করোনা সদর দফতরের হাতে। ইরান মলের মূল কেন্দ্রের ৪৫ হাজার বর্গ মিটার জুড়ে গড়ে তোলা হয়েছে ৩০০০ শয্যার হাসপাতাল।

সারিসারি শয্যা

ইরানের তাসনিম সংবাদ সংস্থার আলোকচিত্রী আমিনে আহুই'র ক্যামেরায় তুলে ধরা হলো রূপান্তরিত ইরান মলের স্বরূপ।

পার্সটুডে/মূসা রেজা/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ