আইএইএ'র উচিত নয় কারো গোয়েন্দা বিভাগের হয়ে কাজ করা: সালেহি
(last modified Sun, 05 Apr 2020 10:30:34 GMT )
এপ্রিল ০৫, ২০২০ ১৬:৩০ Asia/Dhaka
  • আলি আকবর সালেহি
    আলি আকবর সালেহি

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি বলেছেন: আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ'র উচিত নয় কোনো দেশের গোয়েন্দা বিভাগের হয়ে কাজ করা।

ইহুদিবাদী ইসরাইলি কর্মকর্তারা বহুবার অভিযোগ করেছে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তাদের ওই অভিযোগের কারণে আইএইএ বিষয়টি তদন্ত করছে বলেই সালেহি ওই মন্তব্য করেন।

সালেহি বলেন আইএইএ এই তদন্তের মধ্য দিয়ে নিজেদের নজরদারির স্বাধীনতা ও নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ঠেলে দিলো। যারা অন্য দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা করে না তাদের মতো একটি দেশের গোয়েন্দা তথ্যের সত্যতা এভাবে যাচাই করা আইএইএ'র পক্ষে শোভা পায় না। পরমাণু তৎপরতার ক্ষেত্রে ইরান কোনো সীমারেখা না মানার পথে রয়েছে।

প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার ক্ষেত্রে ইরান এ পর্যন্ত যে পাঁচ দফা পদক্ষেপ নিয়েছিলো সেগুলো ছিল কারিগরি ও প্রযুক্তিগত তৎপরতার ওপর লক্ষ্য করে। পরবর্তী পদক্ষেপে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি বাস্তবায়নের বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে বলে সালেহি মন্তব্য করেন।  

২০১৯ সালের ৮ মে, আমেরিকা একতরফাভাবে সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় পক্ষগুলো পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার এক বছর পর, ইরান ঘোষণা অনুযায়ী ধাপে ধাপে পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখার কাজ শুরু করে। গত ৫ জানুয়ারি ইরান পঞ্চম দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার ঘোষণা দেয়।

ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে কিংবা গবেষণার ক্ষেত্রে মাত্রা,পরিমাণসহ কোনো সীমাবদ্ধতা না মানার ঘোষণা ছিল পঞ্চম দফায়। পরমাণু সমঝোতার ২৬ এবং ৩৬ নম্বর ধারা অনুযায়ী প্রতিপক্ষ যদি প্রতিশ্রুতি পালন না করে তাহলে ইরানও পুরোপুরি কিংবা আংশিক প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার অধিকার রাখে।#

পার্সটুডে/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ