মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও করোনা প্রতিরোধী সামগ্রীর উৎপাদন বাড়িয়েছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i78833-মার্কিন_নিষেধাজ্ঞার_মধ্যেও_করোনা_প্রতিরোধী_সামগ্রীর_উৎপাদন_বাড়িয়েছে_ইরান
ইরান চলতি মাসের মধ্যে প্রতিদিন ৪০ লাখ পর্যন্ত করোনাভাইরাস প্রতিরোধী মাস্ক উৎপাদন করবে বলে জানিয়েছেন শিল্প,খনিজ এবং বাণিজ্যমন্ত্রী রেজা রাহমানি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৫, ২০২০ ১৭:১১ Asia/Dhaka
  • মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও করোনা প্রতিরোধী সামগ্রীর উৎপাদন বাড়িয়েছে ইরান

ইরান চলতি মাসের মধ্যে প্রতিদিন ৪০ লাখ পর্যন্ত করোনাভাইরাস প্রতিরোধী মাস্ক উৎপাদন করবে বলে জানিয়েছেন শিল্প,খনিজ এবং বাণিজ্যমন্ত্রী রেজা রাহমানি।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগে ইরানের পক্ষে প্রতিদিন সাত লাখ মাস্ক তৈরির সক্ষমতা ছিল উল্লেখ করে রেজা রাহমানি বলেন, জীবাণুনাশক সামগ্রীর উৎপাদন ইরানে আট গুণ বেড়েছে।    

ইরান যখন কঠোর মার্কিন অর্থনৈতিক নিষেধজ্ঞা মোকাবেলা করে যাচ্ছে তখন দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ মারাত্বক আকার ধারণ করেছে। এমনকি করোনা মোকাবেলায় ইরান যখন হিমশিম খাচ্ছে তখন দেশটিতে আরো কয়েক দফা নিষেধজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। ফলে করোনাভাইরাস নিয়ে চলমান সংকট নিরসনের জন্য ইরানকে তার নিজস্ব সক্ষমতার উপর নির্ভর করতে হচ্ছে।  

এদিকে, গত শনিবার করোনাভাইরাস সংক্রমণ নির্ণয়ে সক্ষম চৌকস প্রযুক্তি উন্মোচন করেছে ইরান। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সিটি স্ক্যানের সাহায্যে এ প্রক্রিয়ায় করোনার সংক্রমণ নির্ণয় করা যাবে বলে জানিয়েছেন ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সৌরেনা সাত্তারী।#

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।