আফগানিস্তানের স্বঘোষিত দুই প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i78903-আফগানিস্তানের_স্বঘোষিত_দুই_প্রেসিডেন্টের_সঙ্গে_কথা_বললেন_জারিফ
আফগানিস্তানের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিয়ে স্বঘোষিত দুই প্রেসিডেন্ট আশরাফ গনি ও আব্দুল্লাহ আব্দুল্লাহ’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৮, ২০২০ ০৭:৪১ Asia/Dhaka
  • আফগানিস্তানের স্বঘোষিত দুই প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন জারিফ

আফগানিস্তানের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিয়ে স্বঘোষিত দুই প্রেসিডেন্ট আশরাফ গনি ও আব্দুল্লাহ আব্দুল্লাহ’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

সম্প্রতি আফগানিস্তানের এই দুই রাজনৈতিক নেতা নিজেদেরকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করে দু’জনই প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এর ফলে দেশটির রাজনৈতিক সংকট জটিল আকার ধারণ করেছে।

আব্দুল্লাহ আব্দুল্লাহ- আশরাফ গনি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল (মঙ্গলবার) আফগানিস্তানের এই দুই শীর্ষ নেতাকে আলাদা আলাদা টেলিফোন করেন। এসব ফোনালাপে জারিফ বলেন, আফগানিস্তানের সাংবিধানিক কাঠামোর আওতায় চলমান অচলাবস্থা দূর করতে হবে। তিনি বলেন, ইরান চায় আফগানিস্তানের সকল পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে এ অচলাবস্থা দূর হোক।  

টেলিফোনালাপে আফগানিস্তানের নববর্ষের উৎসব ‘নওরোজ’ উপলক্ষে আশরাফ গনি ও আব্দুল্লাহ আব্দুল্লাহকে অভিনন্দন জানান মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে করোনাভাইরাস মোকাবিলার ক্ষেত্রে তেহরান ও কাবুলের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান। টেলিফোন সংলাপে আফগানিস্তানের দুই নেতাই তাদের দেশের রাজনৈতিক সংকট নিরসনে চেষ্টা চালানোর জন্য ইরানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/৮