বুশেহর পরমাণু স্থাপনা রক্ষণাবেক্ষণে রাশিয়ার ওপর নির্ভরতা বাদ দেবে ইরান
(last modified Fri, 01 May 2020 15:00:53 GMT )
মে ০১, ২০২০ ২১:০০ Asia/Dhaka
  • বুশেহর পরমাণু স্থাপনা
    বুশেহর পরমাণু স্থাপনা

ইসলামি প্রজাতন্ত্র ইরান জানিয়েছে, বুশেহর পরমাণু স্থাপনা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে রাশিয়ার ইঞ্জিনিয়ারদের ওপর নির্ভরতা বন্ধ করবে তেহরান। সম্ভবত ২০২২ সালের মধ্যে এই নির্ভরতা বন্ধ করা হবে।

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি আজ (শুক্রবার) এ কথা জানান। তিনি বলেন, বুশেহর পরমাণু স্থাপনা রক্ষণাবেক্ষণের বেশিরভাগ কাজ এখন ইরানের বিশেষজ্ঞরাই করছেন। তিনি বলেন, “আগামী দুই বছরের মধ্যে এক্ষেত্রে আমরা রাশিয়ার বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা বাদ দিতে পারি।”

বেহরুজ কামালভান্দি আরো জানান, গত দুই সপ্তাহে রাশিয়ার সহায়তায় দুটি কার্গো বিমানে করে পরমাণু জ্বালানি আমদানি করা হয়েছে। ৪.৫ মাত্রায় সমৃদ্ধ ৩৮ টন  ইউরেনিয়াম আমদানি করা হয়েছে যা এক কোটি ২০ লাখ ব্যারেল তেলের সমান বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এই পরমাণু জ্বালানি আগামী এক বছর এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট।

২০১১ সালে বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু হয় এবং পরের বছরের মধ্যেই কেন্দ্রটি তার পরিপূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছায়। বুশেহর পরমাণু স্থাপনা থেকে প্রতিদিন ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১

ট্যাগ