পম্পেওকে নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব পড়তে বললেন জারিফ
(last modified Tue, 05 May 2020 13:55:44 GMT )
মে ০৫, ২০২০ ১৯:৫৫ Asia/Dhaka
  • ড. জাওয়াদ জারিফ
    ড. জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: জাতিসংঘ নিরাপত্তা পরিষেদের ২২৩১ নম্বর প্রস্তাব আর পরমাণু সমঝোতা একটি অপরটি থেকে আলাদা নয়।

পম্পেওর উচিত ২২৩১ নম্বর প্রস্তাবটি পড়ে দেখা। ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টার প্রতিক্রিয়া ড. জাওয়াদ জারিফ ওই মন্তব্য করেন। ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে ইরানের ওপর পরমাণু নিষেধাজ্ঞা নবায়ন প্রচেষ্টার নিন্দা জানিয়ে তিনি বলেন: ওই প্রস্তাবে আমেরিকার কোনো স্থান নেই। টুইট বার্তায় ড. জারিফ আরও বলেন: পম্পেও ভাবছে ২২৩১ নম্বর প্রস্তাব পরমাণু সমঝোতা থেকে আলাদা। তিনি বলেন : পম্পেও প্রস্তাবটি পড়েন নি, তার উচিত প্রস্তাবটি পড়ে দেখা। পরমাণু সমঝোতা ওই প্রস্তাবেরই একটি অংশ বলে উল্লেখ করেন জারিপ।

মাইক পম্পেও

মাইক পম্পেও সম্প্রতি দাবি করেছেন ওয়াশিংটন ২২৩১ নম্বর প্রস্তাবের অংশীদার হিসেবে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে পারে। ২০০৬ এবং ২০০৭ সালে ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা অনুযায়ী ইরান অস্ত্র আমদানি ও রপ্তানি করতে পারবে না। পরমাণু সমঝোতার পর ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বলে আইএইএর প্রতিবেদন দেওয়ার ফলে ওই নিষেধাজ্ঞা চলতি বছরের ১৮ অক্টোবর শেষ হয়ে যাবার কথা।#

পার্সটুডে/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ