ইরাকের রাজনৈতিক স্থিতিশীলতা এ অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ: রুহানি
(last modified Mon, 18 May 2020 12:45:47 GMT )
মে ১৮, ২০২০ ১৮:৪৫ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইরাকে নয়া সরকার গঠনের প্রতি সন্তোষ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরাকে রাজনৈতিক স্থিতিশীলতা এ অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ প্রক্রিয়া নিশ্চিতভাবেই এ অঞ্চলে দেশটির গৌরবময় ভূমিকা পুনরুদ্ধারের ক্ষেত্রে প্রধান ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট রুহানি আজ (সোমবার) ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহির সঙ্গে টেলিফোনালাপে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "ইরাকের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করে সবক্ষেত্রে সার্বিক সহযোগিতা জোরদার করাই তার দেশের প্রধান মূলনীতি।"  রুহানি বলেন, ইরান অতীতের মতোই সব সময় ইরাকি জনগণ এবং সরকারের পাশে থাকবে। ইরাকের সার্বভৌমত্ব সুরক্ষা এবং দেশটির জনগণ এবং সরকারেরর ভাগ্য নির্ধারণে যেকোনো ধরনের বিদেশী হস্তক্ষেপ অবসানের আহ্বান জানান তিনি।

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহি

প্রেসিডেন্ট রুহানি বলেন, এ অঞ্চলের দেশগুলো আজ অনেক সমস্যা মোকাবেলা করছে। এ প্রসঙ্গে তিনি তেলের দাম অস্বাভাবাবিক হারে কমে যাওয়া, মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং এ অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের কথা উল্লেখ  করেন। তবে এ অঞ্চলের বন্ধুত্বপূর্ণ দেশ ও জাতিগুলোর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা জোরদারের মাধ্যমে এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বলেও উল্লেখ করেন প্রসিডেন্ট রুহানি। 

প্রেসিডেন্ট রুহানি ইরাক ও ইরানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে বলেন, যথাযথ স্বাস্থ্য বিধি মেনে দুই দেশের সব সীমান্তে পূর্ণ মাত্রায় বাণিজ্য পুনরায় শুরু করা উচিত। #

পার্সটুডে/এমবিএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ