আবার জেনারেল সোলাইমানিকে হত্যার পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প
(last modified Tue, 09 Jun 2020 23:33:28 GMT )
জুন ১০, ২০২০ ০৫:৩৩ Asia/Dhaka
  • আবার জেনারেল সোলাইমানিকে হত্যার পক্ষে  সাফাই গাইলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করার পক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন। তিনি জেনারেল সোলাইমানির বিরুদ্ধে আমেরিকার পুরনো ভিত্তিহীন অভিযোগেরও পুনরাবৃত্তি করেন।

ট্রাম্প মঙ্গলবার মার্কিন কংগ্রেসে পাঠানো এক চিঠিতে দাবি করেন, জেনারেল সোলাইমানি মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিলেন। ট্রাম্প তার চিঠিতে বলেন, তিনি ব্যক্তিগতভাবে জেনারেল সোলাইমানিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট এর আগেও একাধিকবার ইরানের এই জনপ্রিয় জেনারেলকে হত্যার সাফাই গেয়ে বক্তব্য রেখেছেন।

গত ৩ জানুয়ারি শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সন্ত্রাসী সেনারা। হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আরো ৮ কমান্ডার শহীদ হন।

মার্কিন সেনারা এমন সময় জেনারেল সোলাইমানির উপর ওই হামলা চালায় যখন তিনি ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির রাষ্ট্রীয় আমন্ত্রণে বাগদাদ সফরে গিয়েছিলেন।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ